ফতুল্লায় প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ শাইনপুকুর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এবারের ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) দুর্দান্ত খেলে চলেছে এনামুল হক বিজয়ের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সাতটি ম্যাচ খেলে এরইমাঝে জিতেছে ছয়টি ম্যাচে।
পয়েন্ট তালিকায় দলটির অবস্থান তৃতীয়তে। অপরদিকে আফিফ হোসেনের শাইনপুকুর ক্রিকেট ক্লাব আছে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে।

সাতটি ম্যাচ খেলে দুইটি ম্যাচ জিতেছে তাঁরা। এবার ডিপিএলের অষ্টম রাউন্ডে মুখোমুখি হচ্ছে দল দুইটি। নারায়ণগঞ্জের ফতুল্লায় সকাল নয়টায় শুরু হবে ম্যাচটি।
শাইনপুকুরের বিপক্ষে অতীত ইতিহাসও সমৃদ্ধ প্রাইম ব্যাংকের। ডিপিএলের গত আসরে খেলা একমাত্র ম্যাচে শাইনপুকুরকে পাঁচ উইকেটে হারিয়েছিল তাঁরা।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবঃ এনামুল হক বিজয় (অধিনায়ক), অলক কাপালি, আব্দুর রাজ্জাক, নাহিদুল ইসলাম, মোহর শেখ অন্তর, মোহাম্মদ আল আমিন হোসেন, মনির হোসেন, সালমান হোসেন ইমন, নাইম হাসান, নাজমুল মিলন, নুর আলম সাদ্দাম, ইমরান আলি, আরিফুল হক, জাকির হাসান, মোহাম্মদ আল আমিন জুনিয়র।
শাইনপুকুর ক্রিকেট ক্লাবঃ আফিফ হোসেন (অধিনায়ক), সোহরাওয়ার্দী শুভ, ধীমান ঘোষ, শরিফুল ইসলাম, মোহাম্মদ রাকিব, সাব্বির হোসেন, মুস্তাফিজুর রহমান, সাদমান ইসলাম অনিক, শুভাগত হোম, তৌহিদ হৃদয়, সুজন হাওলাদার, হামিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, টিপু সুলতান।