তলানিতে থাকা উত্তরার মুখোমুখি মোহামেডান

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে শনিবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নামছে উত্তরা স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৪ নম্বর মাঠে ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।
এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৩টি ম্যাচে জয় পেয়েছে মোহামেডান। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ৭ নম্বরে। এদিকে, ৬ ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচে জয়ের দেখা পেয়েছে নবাগত উত্তরা স্পোর্টিং ক্লাব।
ফলে, পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে দলটি। মোহামেডানের বোলাররা নিয়মিত পারফর্ম করলেও ব্যাট হাতে ধারাবাহিক হতে পারছেন না দলের ব্যাটসম্যানরা। ফলে উত্তরার বিপক্ষে ব্যাটসম্যানদের পারফর্মেন্সের দিকে তাকিয়ে থাকবে দলটি।

ব্যাটিংয়ে মোহামেডানের মূল ভরসা অধিনায়ক রকিবুল হাসান ও টপ অর্ডার ব্যাটসম্যান আব্দুল মজিদ। মজিদ রূপগঞ্জের বিপক্ষে ১০৭ রানের ইনিংস খেলেছিলেন। তাছাড়া প্রায় প্রতিটি ম্যাচেই তাঁর ব্যাট থেকে রান আসছে।
অন্যদিকে, অধিনায়ক রকিবুল হাসান নিয়মিত রান করলেও ইনিংস বড় করতে পারছেন না। খেলাঘরের বিপক্ষে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। এই ইনিংসটিই উত্তরার বিপক্ষে তাঁর অনুপ্রেরণা যোগাবে।
কাগজে কলমে কোনো নামি দামি ক্রিকেটার নেই উত্তরা স্পোর্টিং ক্লাবে। ফলে আসরের শুরু থেকেই ভুগছে দলটি। আবাহনীর বিপক্ষে মাত্র ৯৬ রানে অল আউট হয়ে গিয়েছিল তারা।
এরপর শাইনপুকুরের বিপক্ষে তারা গুটিয়ে গিয়েছিল ১৪৫ রানে। মোহামেডানের বিপক্ষে জিততে হলে ব্যাট হাতে জ্বলে উঠতে হবে অধিনায়ক মোহাইমিনুল, তানজিদ অথবা আনিসুলকে।
মোহামেডান স্পোর্টিং ক্লাবঃ রকিবুল হাসান (অধিনায়ক), আব্দুল মজিদ, শফিউল ইসলাম, নিহাদ্দুজামান, নাদিফ চৌধুরী, সোহাগ গাজি, অভিশেক মিত্র, লিটন দাস, আলাউদ্দিন বাবু, মোহাম্মদ আশরাফুল, রাহাতুল ফেরদৌস, মোহাম্মদ আজিম, মোহাম্মদ নুরুজ্জামান, কাজি অনিক ইসলাম, ইরফান শুক্কুর।
উত্তরা স্পোর্টিং ক্লাবঃ মোহাইমিনুল খান (অধিনায়ক), তানজিদ হাসান, আনিসুল ইসলাম ইমন, জনি তালুকদার, মিনহাজ খান রিফাত, নাইমুল ইসলাম, আব্দুর রশিদ, সোহেল রানা, নাহিদ হাসান, শাকির হোসেন শুভ্র, সাজ্জাদ হোসেন, জাহানগীর আলম, শেখ হুমায়ুন।