promotional_ad

তরুণ পেসারদের নিয়ে চাম্পাকার বিশেষ ক্যাম্প

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


মিরপুরের একাডেমী মাঠে অনূর্ধ্ব-১৮ পর্যায় থেকে বাছাইকৃত তরুণ পেসারদের নিয়ে বিশেষ ক্যাম্প চালু করা হয়েছে। লঙ্কান পেস বোলিং কোচ চাম্পাকা রামানায়েকে তরুণদের বিশেষ ক্যাম্প পরিচালনা করছেন। 


ইয়ুথ ক্রিকেট লীগ খেলে আসা ১৩ জন পেসারকে নিয়ে তৈরি করা হয়েছে এই ক্যাম্প। গত এক সপ্তাহ ধরে আনকোরা পেসারদের নিয়ে তৈরি এই ক্যাম্পের মাধ্যমে পেসারদের স্কিল নিয়ে কাজ করছেন চাম্পাকা।



promotional_ad

'ওরা অনূর্ধ্ব-১৮ গ্রুপের বোলার। কিছুদিন আগে ইয়ুথ ক্রিকেট লীগ খেলেছে ওরা। আমাদের ১৩ জন বোলার আছে এই ক্যাম্পে। আমাদের মূল কাজ হচ্ছে ওদের স্কিল নিয়ে কাজ করা ও উন্নতি করা,' মিরপুরের একাডেমী মাঠে সাংবাদিকদের বলেছেন চাম্পাকা রামানায়েকে।


কক্সবাজারে কিছুদিন আগে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সিরিজে ভালো করা পেসাররা। বয়স ভিত্তিক পর্যায়ের এই পেসারদের মধ্যে ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন চাম্পাকা।


'আমাদের সিরিজ ভালো গিয়েছে, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সাথে। ফাস্ট বোলাররা ভালো করেছে সেই সিরিজে। সুতরাং দেশে অনেক প্রতিভা আছে, সেটা প্রমাণিত। এই জন্য আমরা অনূর্ধ্ব-১৯ দল থেকে পাঁচ ছয় জন বোলার বাছাই করে নিয়েছি। তাঁরা ভবিষ্যতে উচ্চ পর্যায়ে খেলার যোগ্যতা রাখে।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball