promotional_ad

পাপনের ভাবনায় নতুন টুর্নামেন্ট

নাজমুল হাসান পাপন
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পাশাপাশি আরেকটি ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্টের চাওয়া অনেকদিনের। তামিম-মুশফিকরাও সমর্থকদের এই চাওয়ার সাথে অনেকসময় গলা মিলিয়েছেন। বিশেষ করে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের টি-টুয়েন্টিতে পারদর্শী করতে আরেকটি টি-টুয়েন্টি টুর্নামেন্টের অনেক প্রয়োজন।


এই বিষয়টি নিয়ে চিন্তা শুরু করে দিয়েছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগের সাথে টি-টুয়েন্টি যোগ করতে চান তিনি। তবে এটা এই মৌসুমেই করা যাবে কিনা তা নিয়ে সন্দেহ আছে তাঁর।



promotional_ad

'আমরা একটা মাঝামাঝি জায়গায় আসতে পেরেছি। ঢাকা প্রিমিয়ার লীগের সময় আমরা যেই ওয়ানডে খেলি, তার সাথে আমরা টি-টুয়েন্টিও যোগ করব, এটা এক সময় ছিল। এটা হলে অবশ্যই কিছু প্লেয়ার পাবে। এটা এই মৌসুমেই হবে কিনা এটা বলা মুশকিল। তবে আমাদের মাথায় যখন এসেছে তখন আমরা তো চেষ্টা করবই।'


অনেক সময় জাতীয় দলের ক্রিকেটারদের না পেলে ঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্ট রঙ হারায়। এই চিন্তাটাও আছে বিসিবির। এই নতুন টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে এগুলো নিয়ে চিন্তা ভাবনার বিষয় আছে বলে জানিয়েছেন নাজমুল হাসান।


'আমাদের অনেক গুলো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে জাতীয় দল। এর বাইরে অনেক কিছু করা সম্ভব। করা যায় না যে তা না। এখন জেটায় জাতীয় দলের প্লেয়ার খেলবে না, ওটায় কোনো চার্মই থাকে না। এটা নিয়ে কেউ ইন্টারেস্টও শো করে না। ওটা হল আমাদের সমস্যা।



জাতীয় দলের ক্রিকেটাররা অনেক ব্যস্ত থাকে। আমরা তাদের ছুটিই দিতে পারি না ঠিক মত। এটা নিয়ে আমরা অলরেডি চিন্তিত। আমরা বুঝতে পারছি তাদের ওপর প্রচণ্ড প্রেশার পড়ছে। তাদের ব্রেক দরকার, ব্রেক দিতে পারছি না। বিপিএল শেষ হতে না হতেই চলে যাচ্ছে নিউজিল্যান্ড। তারপর আয়ারল্যান্ড আছে, ওয়ার্ল্ড কাপ আছে।'


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball