ব্যক্তিগত অর্জনকে বড় করে দেখছেন না বিজয়

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সর্বোচ্চ রান সংগ্রাহক কিংবা উইকেট শিকারি বোলারের স্বীকৃতিকে বড় করে দেখতে চান না বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) দক্ষিণাঞ্চলের হয়ে খেলা ব্যাটসম্যান আনামুল হক বিজয়। এর থেকে বরং দলের জয়টিকেই বেশি প্রাধান্য দিতে চান তিনি।
বিসিএলের ষষ্ঠ রাউন্ডের তৃতীয় দিন শেষে বিজয় জানিয়েছেন সেরা রান সংগ্রাহক হতে পারলেও এই অনুভূতিটি পূর্ণতা পাবে তখনই যখন তাঁর দল শিরোপা ঘরে তুলতে পারবে। সাংবাদিকদের সাথে দিন শেষে আলাপকালে বিজয় বলেছেন,
'আসলে অবশ্যই ভালো লাগার বিষয়। আর মূল্যটা তখনই থাকে যখন দল চ্যাম্পিয়ন হয় কিংবা খুব ভালো ফলাফল করে। আমার কাছে মনে হয় যে সর্বোচ্চ উইকেটশিকারি, সেরা ব্যাটসম্যান বা সেরা অলরাউন্ডার যাই হোক না কেন এটি আসলে তখনই সফল হয় যখন দলের ফলাফল আসে।'

বর্তমানে টানা দ্বিতীয় বিসিএল শিরোপা ঘরে তোলার দ্বারপ্রান্তে আছে বিজয়ের দল দক্ষিণাঞ্চল। এর জন্য শেষ দিন প্রতিপক্ষ উত্তরাঞ্চলের ৫ উইকেট তুলে নিতে হবে তাদের। আর সেটি সম্ভব হলেই নিজের ব্যক্তিগত অর্জনটিকে বড় করে দেখার সুযোগ পাবেন বিজয়। তাঁর ভাষায়,
'আমরা এই ফলাফলের খুবই কাছাকাছি আছি। আর মাত্র পাঁচটি উইকেট আমাদের দরকার। তাহলে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো। তখন আসলে সর্বোচ্চ রান সংগ্রাহক কিংবা সর্বোচ্চ উইকেট শিকারির মূল্যায়ন থাকবে। আমার কাছে মনে হয় এটি অনেক বড় একটি অর্জন। একটি টুর্নামেন্টের এক সেশনের সেরা ব্যাটসম্যান হওয়া। আর দলকে চ্যাম্পিয়ন করাতে পেরে খুব ভালো লাগবে।'
তবে ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা সেটি মেনে আপাতত পা মাটিতেই রাখছেন বিজয়। যদিও খেলার মোড় যে নিজেদের দিকে রয়েছে অনেকটা সেটাও স্বীকার করছেন তিনি। ৫ উইকেটে ১৮৬ রান নিয়ে দিন শেষ করা উত্তরাঞ্চলের থেকে নিজেদের এগিয়ে রেখে বিজয় বলেছেন,
'শেষ দিনটি দেখতে হবে এবং অপেক্ষা করতে হবে। তবে ক্রিকেট খেলার ব্যাপারে বলা যায় না, কখন কি হতে পারে। জিতবো কি জিতবো না এখনও মাঝামাঝি জায়গায় আছি। তবে মোমেন্টামটি আমাদের দিকে আছে। রাজ ভাই খুব ভালো বোলিং করেছে, মেহেদি অনেক ভালো বোলিং করছে। আগামীকাল যদি চ্যাম্পিয়ন হতে পারি তাহলে আমার কাছে মনে হয় তখনই রানটার প্রাধান্যটি পাবে অনেক বেশি।'
বিসিএলের শেষ দিনের প্রথমভাগেই একটি কিংবা দুটি উইকেট তুলে নিয়ে উত্তরাঞ্চলকে আরো ব্যাকফুটে ঠেলে দিতে চায় বিজয়ের দল। আর তেমনটি করতে পারলেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নিতে পারবে, বিশ্বাস জাতীয় দলের ব্যাটসম্যান বিজয়ের। তাঁর ভাষায়,
'আমার কাছে মনে হয় ওদের যে প্রধান ব্যাটসম্যান রয়েছে তারা এখন বলতে পারেন নেই। বর্তমানে অলরাউন্ডার কিছু ব্যাটসম্যান ব্যাটিং করছে। সুতরাং আমার কাছে মনে হয় আগামীকাল এক বা দুই ঘণ্টার মধ্যে যদি আমরা একটি বা দুটি উইকেট নিতে পারি তাহলে মোমেন্টামটি পুরোপুরি আমাদের দিকে আসবে।'
উল্লেখ্য বিসিএলের টানা দ্বিতীয় শিরোপা ঘরে তোলার জন্য শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে তিন বারের চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চলকে। উত্তরাঞ্চলের বিপক্ষে জয়ের জন্য আব্দুর রাজ্জাকের দলের প্রয়োজন মাত্র ৫ উইকেট। দক্ষিণাঞ্চল থেকে ৬২ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে জহুরুল ইসলামের দল।