পেস বোলিংয়ে দাপট মাশরাফিদের

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বছরে ওয়ানডেতে দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশ । দলের পারফর্মেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পেস বোলাররা। ২০১৮ সালে কমপক্ষে ১৫ ওয়ানডে ম্যাচে গড়ে ২৫.৩১ রান দিয়ে প্রতিপক্ষের উইকেট নিয়েছে তাঁরা।
২০১৮ সালে কমপক্ষে ১৫ ওয়ানডে ম্যাচে কম রান দিয়ে পেসারদের উইকেট নেওয়ার এই তালিকায় বাংলাদেশের আগে আছে শ্রীলংকা। গড়ে ২৫.২৯ রান দিয়ে উইকেট নিয়েছে লঙ্কান পেসাররা।
তালিকাটিতে তৃতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। গড়ে ২৮.১২ রান দিয়ে উইকেট নিয়েছে প্রোটিয়া পেসাররা। তালিকায় চতুর্থ অবস্থানে আছে পাকিস্তান।

গড়ে ২৮.২৫ রান দিয়ে উইকেট নিয়েছে পাকিস্তানী পেসাররা। উল্লেখ্য, চলতি বছরে ঘরের মাটিতে এবং বিদেশের মাটিতে- উভয় জায়গায়তেই বেশ কিছু ওয়ানডে ম্যাচে খেলেছে বাংলাদেশ।
শ্রীলংকা এবং জিম্বাবুয়ের সাথে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের মাধ্যমে বছর শুরু করা বাংলাদেশ বছরের মাঝামাঝিতে ক্যারিবিয়ান দীপপুঞ্জে খেলেছে তিনটি ওয়ানডে।
এরপরে আরব আমিরাতের মাটিতে এশিয়া কাপ খেলেছে মাশরাফিরা। তারপরে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলেছে তাঁরা। বর্তমানে খেলছে উইন্ডিজের বিপক্ষে।