জুনায়েদের শতকে এগিয়ে উত্তরাঞ্চল

ছবি: জুনায়েদ সিদ্দিকি, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে দক্ষিণাঞ্চলের থেকে ৫৩ রানে এগিয়ে আছে জহুরুল ইসলামের নেতৃত্বাধীন উত্তরাঞ্চল। তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৩৮২ রান সংগ্রহ করেছে তারা। ফলে আব্দুর রাজ্জাকের দলটির বিপক্ষে লিডের দেখা পেয়েছে উত্তরাঞ্চল।
এদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণাঞ্চলের চেয়ে ১৯৩ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামে জহুরুলের দল। পরবর্তীতে ওপেনার জুনায়েদ সিদ্দিকির অনবদ্য একটি শতকে লিডের দেখা পায় উত্তরাঞ্চল। ৩০৭ বল খেলে ১১২ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন জুনায়েদ।
জিয়াউর রহমান এবং নাইম ইসলামও খেলেছেন দারুণ। এই দুই ব্যাটসম্যান যথাক্রমে ৯০ এবং ৮৩ রান করেছেন। এছাড়াও অর্ধশতকের দেখা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ধীমান ঘোষও। আগামীকাল দুই অপরাজিত ব্যাটসম্যান হিসেবে খেলা শুরু করবেন সানজামুল ইসলাম (১৬) ও সোহাগ গাজি (৫)।
দক্ষিণাঞ্চলের পক্ষে ১২১ রান খরচায় ৩টি উইকেট শিকার করেছেন অভিজ্ঞ স্পিনার এবং অধিনায়ক আব্দুর রাজ্জাক। এছাড়াও ১টি করে উইকেট পেয়েছেন কামরুল ইসলাম রাব্বি, দেলোয়ার হোসেন, মেহেদি হাসান এবং নাহিদুল ইসলাম।
এর আগে ম্যাচটির শুরুতে টসে জিতে দক্ষিণাঞ্চলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন উত্তরাঞ্চলের অধিনায়ক জহুরুল। এরপর ব্যাটিং করতে নেমে তুষার ইমরান, রকিবুল হাসান এবং মেহেদি হাসানের অর্ধশতকে ৩২৯ রান সংগ্রহ করেছিল দক্ষিণাঞ্চল।

৮৭ রানে একাই পাঁচটি উইকেট শিকার করেছিলেন স্পিনার সানজামুল ইসলাম। এছাড়াও ৪৮ রানে ২ উইকেট নিতে সক্ষম হয়েছিলেন পেসার ইবাদত হোসেন। দক্ষিণাঞ্চলের এই রানের জবাবে খেলতে নেমে গতকাল ২ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করেছিলো।
তৃতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোরঃ
টসঃ- উত্তরাঞ্চল (ফিল্ডিং)
দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসঃ- ৩২৯/১০ (রকিবুল ৭৯, মেহেদী ৬৩*, তুষার ৬২; সানজামুল ৫/৮৭)
উত্তরাঞ্চল প্রথম ইনিংসঃ- ৩৮২/৭ (সানজামুল- ১৬*, গাজি- ৫*; রাজ্জাক- ৩/১২১)
*দক্ষিণাঞ্চলের চেয়ে ৫৩ রানে এগিয়ে উত্তরাঞ্চল, হাতে আছে তিন উইকেট।
দক্ষিণাঞ্চল একাদশঃ
শাহরিয়ার নাফিস, এনামুল হক বিজয়, ফাজলে মাহমুদ রাব্বি, তুষার ইমরান, রকিবুল হাসান, কামরুল হাসান রাব্বি, নাহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক (অধিনায়ক), আল আমিন হোসেন, মেহেদি হাসান, দেলোয়ার হোসেন।
উত্তরাঞ্চল একাদশঃ
জহুরুল ইসলাম (অধিনায়ক), জুনায়েদ সিদ্দিকি, ফরহাদ হোসেন, নাঈম ইসলাম, ধীমান ঘোষ, এবাদত হোসেন, রিশাদ হোসেন, সোহাগ গাজী, সানজামুল ইসলাম, শুভাশিষ রায়, জিয়াউর রহমান।