promotional_ad

চামেলিকে পূর্ণ চিকিৎসা প্রদানের নিশ্চয়তা বিসিবির

চামেলি খাতুন, সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


গত ৮ বছর ধরে অসুস্থ নারী ক্রিকেটার চামেলি খাতুনের সম্পূর্ণ চিকিৎসার ব্যয় বহন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে গণমাধ্যমকে এই ব্যাপারে নিশ্চয়তা প্রদান করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। 


তিনি জানিয়েছেন অন্যান্য ক্রিকেটাররা যে সুযোগ সুবিধা পেয়ে থাকেন ঠিক তেমনটাই পাবেন চামেলি। পাশাপাশি তাঁকে সম্ভাব্য সেরা চিকিৎসা প্রদান করারও আশ্বাস দেন তিনি। এক সময়ের এই মাঠ মাতানো ক্রিকেটারের চিকিৎসা প্রসঙ্গে সুজন বলেন,


 



promotional_ad

'আসলে আমরা অন্যান্য খেলোয়াড়দের ক্ষেত্রে যেটি করে থাকি, আমাদের মেডিক্যাল ডিপার্টমেন্ট বা যারা আছেন তাঁরা তাঁকে অ্যাসিস্ট করেন, এরপর তাঁর সুচিকিৎসার ব্যবস্থা করেন, তাঁকে সম্ভাব্য সেরা চিকিৎসাটি দেয়ার চেষ্টা করা হয়। চামেলির ক্ষেত্রেও আমাদের সে ধরণের পরিকল্পনা রয়েছে। ওকে ঢাকায় এনে দেখে তারপর তাঁর জন্য যে সম্ভাব্য সেরা চিকিৎসা হবে আমরা সেটাই করার চেষ্টা করব।'


প্রয়োজন পড়লে চামেলিকে দেশের বাইরেও পাঠানো হবে বলে জানান সুজন। এক্ষেত্রেও বোর্ডে পূর্ণ সহযোগিতা তিনি পাবেন। সুজনের ভাষ্যমতে, 


'দেখুন সভাপতি মহোদয়ের সুস্পষ্ট নির্দেশনা আছে যে তাঁকে সুচিকিৎসার ব্যবস্থা করার। সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাঁকে বাইরে কোথাও পাঠিয়ে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হবে। সেক্ষেত্রেও বোর্ড এগিয়ে আসবে।'


সুজন আরও বলেন, 'আমাদেরকে জানানো হয়েছে এবং আমরা সে ব্যাপারে এরই মধ্যে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি যে তাঁর চিকিৎসার জন্য যা যা করার তার সবকিছুই বোর্ডের পক্ষ থেকে করা হবে।'



উল্লেখ্য বর্তমানে লিগামেন্ট ছিঁড়ে যাওয়া সহ মেরুদন্ডে হাড়ের ব্যথা নিয়ে বেশ খারাপ অবস্থার মধ্যে আছেন চামেলী খাতুন। তাঁকে পুরোপুরি সুস্থ করে তুলতে হলে অন্তত ১০ লাখ টাকা প্রয়োজন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball