জিম্বাবুয়ে সিরিজেই রেকর্ড গড়তে পারতেন 'বোলার' সাকিব

ছবি: সাকিব আল হাসান

|| ডেস্ক রিপোর্ট ||
আঙ্গুলের ইনজুরির কারণে যে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের তা এরই মধ্যে জেনে গিয়েছেন সকলে। তবে এই সিরিজে তিনি খেলতে পারলে নিঃসন্দেহে দারুণ একটি রেকর্ডে নাম লেখাতে পারতেন।
বর্তমানে টেস্টে দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব আর মাত্র ৪টি উইকেট পেলেই প্রথম বাংলাদেশী হিসেবে এই ফরম্যাটে ২০০ উইকেটের মাইলফলকে পা রাখবেন। এখন পর্যন্ত ৫৩ টেস্টে সাকিবের শিকার মোট ১৯৬টি উইকেট।

তবে জিম্বাবুয়ে সিরিজে না খেলতে পারায় সাকিবকে হয়ত অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত। কেননা ২০১৯ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজ দিয়েই টেস্টে ফিরতে পারেন সাকিব।
এদিকে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার দ্বিতীয়তে অবস্থান করছেন সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। অবসরের আগে ৩৩ ম্যাচে ১০০ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর যথাক্রমে তালিকায় আছেন মাশরাফি বিন মর্তুজা, শাহাদাত হোসেন এবং তাইজুল ইসলাম।
বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের তালিকা (টেস্ট)---
বোলার | সময়কাল | ম্যাচ সংখ্যা | ইনিংস সংখ্যা | উইকেট সংখ্যা | সেরা বোলিং | ইকোনমি রেট |
সাকিব আল হাসান | ২০০৭-২০১৮ | ৫৩ | ৮৯ | ১৯৬ | ৭/৩৬ | ৩.০০ |
মোহাম্মদ রফিক | ২০০০-২০০৮ | ৩৩ | ৪৮ | ১০০ | ৬/৭৭ | ২.৭৯ |
মাশরাফি বিন মর্তুজা | ২০০১-২০০৯ | ৩৬ | ৫১ | ৭৮ | ৪/৬০ | ৩.২৪ |
শাহাদাত হোসেন | ২০০৫-২০১৫ | ৩৮ | ৬০ | ৭২ | ৬/২৭ | ৪.১৬ |
তাইজুল ইসলাম | ২০১৪-২০১৮ | ১৯ | ৩৪ | ৬৯ | ৮/৩৯ | ৩.২৯ |