বিপিএলে স্পিন ভেলকি দেখাতে মুখিয়ে ইয়াসির শাহ

ছবি: ইয়াসির শাহ, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টি টুয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে যথেষ্ট জনপ্রিয় একটি নাম ইয়াশির শাহ। ৯৬ ম্যাচে ৮৩ উইকেট শিকার করা এই পাকিস্তানি লেগ স্পিনারকেই এবার দলে নিয়েছে বিপিএলের দল খুলনা টাইটান্স।
সবকিছু ঠিক থাকলে বিপিএলের ষষ্ঠ আসরে কার্লোস ব্র্যাথওয়েট, লাসিথ মালিঙ্গাদের সাথে মাঠ মাতাবেন ২০১৫ সালে সর্বশেষ বিপিএল খেলা এই তারকা স্পিনার।
এদিকে খুলনার হয়ে মাঠে নামার জন্য যেন তর সইছে না ৩২ বছর বয়সী ইয়াসিরের। এক টুইট বার্তায় এমনটাই জানিয়েছেন তিনি। টাইটান্সদের পক্ষে খেলা প্রসঙ্গে তিনি লিখেছেন,

'এটি খুলনা টাইটান্স। বাংলাদেশের দর্শকদের সামনে খুলনা পরিবারের হয়ে পারফর্ম করার জন্য আমার তর সইছে না। তোমরা তৈরি তো স্পিন জাদু দেখার জন্য?'
Khulna Titans it is. Can't wait to perform in front of the Bangladesh crowd for Khulna family. Are you ready for some spin magic? #BPL2019
— Yasir Shah (@Shah64Y) October 29, 2018
উল্লেখ্য এর আগে ২০১৫ সালের বিপিএল আসরে ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলেছিলেন ইয়াশির শাহ। সেবার ৮ ম্যাচ খেলে বল হাতে মাত্র ৫.৩৫ ইকোনমি রেটে ৯ উইকেট শিকার করেছিলেন এই লেগি।
এবার আবারও বিপিএল মাতানোর অপেক্ষায় আছেন তিনি। দেশের হয়ে মাত্র ২টি টি টুয়েন্টি ম্যাচ খেলেছেন ইয়াসির। যদিও উইকেট পাননি একটিও।
খুলনা টাইটান্সের দেশি ক্রিকেটারঃ মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, জহুরুল ইসলাম, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোহাম্মদ আল আমিন, শুভাশিষ রায়, জুনায়েদ সিদ্দিকী, তানভীর ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন।
খুলনা টাইটান্সের বিদেশি ক্রিকেটারঃ কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড মালান, আলী খান, জহির খান, শেরফান রাদারফোর্ড, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ, ব্র্যান্ডন টেইলর।