স্পিনারদের আধিপত্য দিয়েই শেষ হল চতুর্থ রাউন্ড

ছবি: সেরা উইকেট শিকারি

|| ডেস্ক রিপোর্ট ||
এবারের জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) আসরে এখন পর্যন্ত দুর্দান্ত বোলিং করেছেন স্পিনাররা। টুর্নামেন্টের চতুর্থ রাউন্ড শেষে সেরা উইকেট শিকারির তালিকাতেও রাজত্ব করছেন স্পিনাররা। আগের রাউন্ডের মত এই রাউন্ডেও আধিপত্য বজায় রেখেছেন তারা। দেখা যাচ্ছে সর্বোচ্চ উইকেট শিকারির প্রথম পাঁচ জনের মধ্যে চারজনই স্পিনার।
এখন পর্যন্ত ৬ ইনিংসে ২৩টি উইকেট নিয়ে তালিকার শীর্ষে আছেন চিটাগাং বিভাগের হয়ে খেলা তরুণ অফ স্পিনার নাইম হাসান। মাত্র ২.৭৪ ইকোনমি রেটে বোলিং করেছেন ১৭ বছর বয়সী নাইম। ঢাকা বিভাগের বিপক্ষে খেলতে নেমে গত ম্যাচেই ১০৬ রানে ৮ উইকেট শিকার করেছেন তিনি। এখন পর্যন্ত এটাই তাঁর সেরা বোলিং ফিগার।
নাইমের পর দ্বিতীয় স্থানটিও দখলে রেখেছেন আরেক স্পিনার। ঢাকা মেট্রোর হয়ে খেলা আরাফাত সানি রয়েছেন এখন পর্যন্ত ৮ ইনিংসে শিকার করেছেন ২১টি উইকেট। তাঁর ইকোনমি রেট অবশ্য নাইমের থেকেও কম। মাত্র ২.৬৩ ইকোনমি রেটে বোলিং করেছেন তিনি। তাঁর সেরা বোলিং ফিগার ঢাকা বিভাগের বিপক্ষে। এনসিএলের দ্বিতীয় রাউন্ডে ৫৭ রানে ৭ উইকেট শিকার করেছিলেন সানি।

তালিকার তৃতীয় এবং চতুর্থ স্থানে অবস্থান যথাক্রমে ফরহাদ রেজা এবং সোহাগ গাজির। এই দুই বোলারের উইকেট সংখ্যা অবশ্য সমান। তবে ইকোনমি রেটের দিক থেকে এগিয়ে থাকায় এবং ইনিংস কম খেলায় এগিয়ে আছেন রেজাই।
রাজশাহী বিভাগের হয়ে খেলা এই পেসার ৮ ইনিংসে ২.৯৫ রেটে ১৬টি উইকেট শিকার করেছেন। খুলনার বিপক্ষে সর্বশেষ ম্যাচে ২৬ রানে ৪ উইকেট তাঁর সেরা বোলিং এখন পর্যন্ত।
অপরদিকে স্পিনার গাজি বরিশালের হয়ে ৬ ইনিংসে ২.৯৬ রেটে সমান সংখ্যক উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং ফিগারটি ছিল গত রাউন্ডে রংপুরের বিপক্ষে। সেই ম্যাচে ৪০ রানে ৫ উইকেট শিকার করেছিলেন তিনি।
তালিকার পঞ্চম স্থানে আছেন বরিশালের হয়ে খেলা ৩২ বছর বয়সী বাঁহাতি স্পিনার মনির হোসেন। ৬ ইনিংসে তাঁর শিকার মোট ১৩টি উইকেট। যেখানে ইকোনমি রেট ২.৩১। রংপুরের বিপক্ষে ২৪ রানে ৫ উইকেট তাঁর সেরা বোলিং ফিগার।
এনসিএলের চতুর্থ রাউন্ড শেষে সেরা বোলারদের তালিকা---
বোলারের নাম | দল | ম্যাচ সংখ্যা | ইনিংস সংখ্যা | উইকেট সংখ্যা | ইকোনমি রেট | সেরা বোলিং |
নাইম হাসান | চিটাগাং বিভাগ | ৬ | ৬ | ২৩ | ২.৭৪ | ৮/১০৬ |
আরাফাত সানি | ঢাকা মেট্রো | ৮ | ৮ | ২১ | ২.৬৩ | ৭/৫৭ |
ফরহাদ রেজা | রাজশাহী বিভাগ | ৮ | ৮ | ১৬ | ২.৯৫ | ৪/২৬ |
সোহাগ গাজি | বরিশাল বিভাগ | ৬ | ৬ | ১৬ | ২.৯৬ | ৫/৪০ |
মনির হোসেন | বরিশাল ভাগ | ৬ | ৬ | ১৩ | ২.৩১ | ৫/২৪ |
আল-আমিন হোসেন | খুলনা বিভাগ | ৬ | ৬ | ১৩ | ২.৯৭ | ৪/৬৭ |
শফিউল ইসলাম | রাজশাহী বিভাগ | ৪ | ৪ | ১২ | ৩.২৬ | ৫/৪৩ |
শাহাদাত হোসেন | ঢাকা বিভাগ | ৬ | ৬ | ১২ | ৩.২৪ | ৪/৪৬ |
এনামুল হক জুনিয়র | সিলেট বিভাগ | ৫ | ৫ | ১২ | ২.৭৫ | ৬/১৬৫ |
সাজেদুল ইসলাম | রংপুর বিভাগ | ৬ | ৬ | ১২ | ৩.৪৫ | ৬/৮১ |