সেরা পাঁচে সৌম্য সরকার

ছবি: এনসিএলের সেরা ব্যাটসম্যান

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) চতুর্থ রাউন্ড শেষ হয়েছে বৃহস্পতিবার (২৫শে নভেম্বর)। আর এই রাউন্ড শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার সেরা পাঁচে আছেন জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার।
খুলনা বিভাগের হয়ে খেলা সৌম্য বর্তমানে অবস্থান করছেন তৃতীয়তে। এখন পর্যন্ত ৬ ইনিংস খেলে ৭২.৪০ গড়ে রান মোট ৩৬২ রান সংগ্রহ করেছেন তিনি। যেখানে তাঁর সেরা ইনিংসটি অপরাজিত ১০৩ রানের। রাজশাহীর বিপক্ষে প্রথম রাউন্ডে এই ইনিংসটি এসেছিল সৌম্যর ব্যাট থেকে। সবমিলিয়ে চলতি আসরে তাঁর শতক সংখ্যা ১টি অর্ধশতক ৩টি।

এদিকে তালিকাটির শীর্ষে অবস্থান করছেন ঢাকা মেট্রোর ২৩ বছর বয়সী বাঁ হাতি ব্যাটসম্যান সাদমান ইসলাম। এখন পর্যন্ত ৬টি ইনিংসে তাঁর রান সংখ্যা ৯০ গড়ে ৫৪০। হাঁকিয়েছেন ২টি শতক এবং সমান সংখ্যক অর্ধশতক। ঢাকা বিভাগের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে ১৮৯ রানের ইনিংসটি তাঁর সেরা।
সাদমানের পর দ্বিতীয়তে আছেন খুলনা বিভাগের তুষার ইমরান। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১১ হাজার রান পূর্ণ করা এই ব্যাটসম্যান ৭ ইনিংস খেলে ৭১.২৮ রান সংগ্রহ করেছেন এখন পর্যন্ত। যেখানে রয়েছে ৩টি শতক এবং ১টি অর্ধশতক। তাঁর সেরা ইনিংসটি ১৫৯ রানের রাজশাহীর বিপক্ষে।
তালিকার চতুর্থ এবং পঞ্চমে আছেন যথাক্রমে মিজানুর রহমান এবং রনি তালুকদার। রাজশাহী বিভাগের হয়ে খেলা মিজানুর রহমান ৫ ইনিংস খেলে রান পেয়েছেন ৬৭.২০ গড়ে ৩৩৬ রান। যেখানে ২টি শতক হাঁকানোর কৃতিত্ব রয়েছে তাঁর। যদিও নেই কোন অর্ধশতক। মিজানুরের সেরা রানের ইনিংসটি রংপুর বিভাগের বিপক্ষে। দ্বিতীয় রাউন্ডের সেই ম্যাচে ১৬৫ রানের ইনিংস এসেছিল তাঁর ব্যাট থেকে।
এদিকে পঞ্চমে থাকা ঢাকা বিভাগের রনি তালুকদারের সংগ্রহ এখন পর্যন্ত ৪ ইনিংসে ৩২১ রান। ১০৭ গড়ে এই রান করেছেন তিনি। রয়েছে ১টি শতক এবং সমান সংখ্যক অর্ধশতক। চিটাগাং বিভাগের বিপক্ষে অপরাজিত ২২৮ রানের ইনিংসটি তাঁর সেরা।
এনসিএলের চতুর্থ রাউন্ড শেষে সেরা ব্যাটসম্যানদের তালিকা--
ব্যাটসম্যান | দলের নাম | ম্যাচ সংখ্যা | ইনিংস সংখ্যা | রান সংখ্যা | গড় | সেরা | শতক | অর্ধশতক |
সাদমান ইসলাম | ঢাকা মেট্রো | ৪ | ৬ | ৫৪০ | ৯০.০০ | ১৮৯ | ২ | ২ |
তুষার ইমরান | খুলনা বিভাগ | ৪ | ৭ | ৪৯৯ | ৭১.২৮ | ১৫৯ | ৩ | ১ |
সৌম্য সরকার | খুলনা বিভাগ | ৪ | ৬ | ৩৬২ | ৭২.৪০ | ১০৩* | ১ | ৩ |
মিজানুর রহমান | রাজশাহী বিভাগ | ৪ | ৫ | ৩৩৬ | ৬৭.২০ | ১৬৫ | ২ | ----- |
রনি তালুকদার | ঢাকা বিভাগ | ৪ | ৪ | ৩২১ | ১০৭.০০ | ২২৮* | ১ | ১ |
নাইম ইসলাম | রংপুর বিভাগ | ৪ | ৬ | ৩২১ | ৬৪.২০ | ১০০* | ১ | ২ |
মমিনুল হক | চিটাগাং বিভাগ | ৪ | ৭ | ২৮২ | ৪৭.০০ | ১১১* | ১ | ১ |
জিয়াউর রহমান | খুলনা বিভাগ | ৪ | ৭ | ২৭৭ | ৩৯.৫৭ | ১১২ | ১ | ২ |
আনামুল হক | খুলনা বিভাগ | ৪ | ৭ | ২৭১ | ৩৮.৭১ | ১১৩ | ১ | ২ |
তাসামুল হক | চিটাগাং বিভাগ | ৪ | ৬ | ২৭০ | ৫৪.০০ | ১১৬ | ১ | ১ |