ড্র নিয়ে মাঠ ছাড়লেন সেঞ্চুরি বঞ্চিত রাজিন-জাকিররা

ছবি: জাকির হোসেন, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বৃষ্টির কারণে প্রথম দুই দিনই গিয়েছিল বৃষ্টির পেটে। সুতরাং এনসিএলে সিলেট বনাম ঢাকা বিভাগের ম্যাচটি যে ড্রই হতে যাচ্ছে তা অনেকটা নিশ্চিতই ছিল।শেষ পর্যন্ত অবশ্য সেটাই হয়েছে।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের শেষ দিন সিলেট বিভাগ তাদের ইনিংস ঘোষণা করে ৩৫৫ রানে। জবাবে খেলতে নেমে দিন শেষ হওয়ার আগে ৩ উইকেটে ৫৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় ঢাকা। ফলে নিষ্প্রাণ ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে।
এর আগের দিন সকালে টসে জিতে সিলেট বিভাগকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন ঢাকা বিভাগের অধিনায়ক নাদিফ চৌধুরী। পরবর্তীতে জাকির হাসান এবং রাজিন সালেহর জোড়া অর্ধশতকে ২ উইকেটে ২২৯ রান নিয়ে খেলা শেষ করতে সক্ষম হয় সিলেট। জাকির ৮৪ এবং সালেহ অপরাজিত ছিলেন ৬৪ রান নিয়ে।

এরপর আজ খেলতে নেমে শতক থেকে মাত্র ৪ রান দূরে থামতে হয়েছে রাজিনকে। অপরদিকে ৮৮ রান করে আক্ষেপে পুড়েছেন জাকিরও। এই দুই ব্যাটসম্যান ছাড়াও অলোক কাপালির ব্যাট থেকে এসেছে ৩৬ রান এবং রুমন আহমেদ করেন ৩৪।
ঢাকা বিভাগে হয়ে ৭৮ রানে ৪ উইকেট শিকার করেন স্পিনার তাইবুর রহমান। আর ৭২ রান খরচায় ৩ উইকেট পেয়েছেন শুভাগত হোম। সিলেটের এই রানের জবাবে সাইফ হাসানের ২২ এবং আব্দুল মজিদের ১০ রানে ভর করে ৩ উইকেটে ৫৫ রান নিয়ে খেলা শেষ করে ঢাকা।
সিলেট বিভাগ একাদশ-
ইমতিয়াজ হোসেন (অধিনায়ক), তৌফিক খান, জাকির হাসান (উইকেটরক্ষক), রাজিন সালেহ, অলোক কাপালি, শাহানুর রহমান, এনামুল হক জুনিয়র, নাবিল সামাদ, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ, রুমন আহমেদ।
ঢাকা বিভাগ একাদশ-
নাদিফ চৌধুরী (অধিনায়ক), শুভাগত হোম, মোশাররফ হোসেন রুবেল, আব্দুল মজিদ, তাইবুর রহমান, নাজমুল হোসেন মিলন, জয়রাজ শেখ, সাইফ হাসান, মাহবুবুল আলম অনিক (উইকেটরক্ষক), সালাউদ্দিন শাকিল, শাহাদাত হোসেন।