নিষ্প্রাণ ড্রয়ে প্রাপ্তি নাফিসের শতক

ছবি: শাহরিয়ার নাফিস, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচটিতে গতকাল মাঠে নেমেছিল বরিশাল এবং রাজশাহী বিভাগ। তবে বৃষ্টির কারণে প্রথম দুই দিন খেলা না গড়ানোর ফলে আজ ড্রয়ের মুখ দেখেছে ম্যাচটি।
তবে ড্র হলেও দারুণ একটি শতক হাঁকিয়েছেন বরিশালের হয়ে খেলা ওপেনার শাহরিয়ার নাফিস। তাঁর ১০২ রানের ইনিংসটিতে ভর করে ৭ উইকেটে ২২৯ রান নিয়ে খেলা শেষ করতে সক্ষম হয় বরিশাল। নাফিস ছাড়াও দ্বিতীয় ইনিংসে ৬২ রানের দারুণ আরেকটি ইনিংস এসেছে উইকেটরক্ষক শামসুল ইসলামের ব্যাট থেকে।
রাজশাহীর পক্ষে তাইজুল ইসলাম ৫৫ রানে ৩টি উইকেট শিকার করেছেন। তবে বল হাতে চমক দেখিয়েছেন জাতীয় দলের ব্যাটসম্যান এবং পার্ট টাইম স্পিনার সাব্বির রহমান রুম্মান। মাত্র ১৯ রান খরচায় ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি।
এর আগে গতকাল সকালে টসে হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে রাজশাহীর বোলারদের তোপে মাত্র ১৩৩ রানেই গুটিয়ে গিয়েছিল বরিশাল। ৩০ রানে ৪ উইকেট শিকার করে বরিশালকে অলআউটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অলরাউন্ডার ফরহাদ রেজা।

এছাড়াও মুক্তার আলি এবং তাইজুল ইসলাম উভয়েই ২টি করে উইকেট তুলে নেন। বরিশালের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান এসেছে নুরুজ্জামানের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন আল-আমিন।
জবাবে ব্যাটিং করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১২৫ রানে তৃতীয় দিন শেষ করেছিল রাজশাহী। এরপর আজ খেলতে নেমে আর মাত্র ৩০ রান যোগ করে অলআউট হয়ে যায় তারা। রাজশাহীর ব্যাটিং লাইন আপে ধ্বস নামানোর পেছনে কৃতিত্ব ছিল বরিশালের প্রায় সকল বোলারেরই।
তবে ৪১ রান খরচায় ৩ উইকেট শিকার করে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন স্পিনার সোহাগ গাজি। পাশাপাশি তানভির ইসলামও পেয়েছেন সমান সংখ্যক উইকেট। আর ২টি করে উইকেট তুলে নিয়েছেন কামরুল ইসলাম রাব্বি এবং মনির হোসেন।
রাজশাহী বিভাগ একাদশ-
মিজানুর রহমান, জুনায়েদ সিদ্দিকি, ফরহাদ হোসেন, জহুরুল ইসলাম (অধিনায়ক), সাব্বির রহমান, হামিদুল ইসলাম (উইকেটরক্ষক), ফরহাদ রেজা, সানজামুল ইসলাম, মুক্তার আলি, তাইজুল ইসলাম, আব্দুল গাফফার।
বরিশাল বিভাগ একাদশ-
শাহরিয়ার নাফিস, রাফসান আল-মাহমুদ, সালমান হোসেন, আল-আমিন, মোসাদ্দেক হোসেন, সোহাগ গাজি, নুরুজ্জামান, শামসুল ইসলাম, মনির হোসেন (উইকেটরক্ষক), কামরুল ইসলাম রাব্বি (অধিনায়ক), তানভির ইসলাম।