খুলনায় 'বোলার' সৌম্যের ভেলকি

ছবি: সৌম্য সরকার

|| ডেস্ক রিপোর্ট ||
টসঃ- রংপুর বিভাগ
খুলনা বিভাগ প্রথম ইনিংসঃ- ৩০৪
রংপুর বিভাগ প্রথম ইনিংসঃ- ২৭৩/৭
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডের তৃতীয় দিনে প্রথম সেশন দেখেশুনেই পার করেছে রংপুর, যদিও উইকেটের পতন ঠেকাতে পারেনি তাঁরা।

আগের দিনে চার উইকেটে ২০০ রান থেকে এই মুহূর্তে তাঁদের অবস্থান ৭ উইকেটে ২৭৩ রানে। ৪৩* রানে উইকেটে আছেন তানবির হায়দার। সঙ্গী দলের অধিনায়ক সাজেদুল ইসলাম (১৪*)। এই দুজনের ব্যাটেই তিনশ রানের স্বপ্ন দেখছে তাঁরা।
এই মুহূর্তে রংপুর পিছিয়ে আছে ৩১ রানে, হাতে তিন উইকেট। দিনের তিনটি উইকেটের দুটিই নিয়েছেন সৌম্য সরকার। ধীমান ঘোষ (৬) এবং রবিউল হককে (১২) প্যাভিলিয়নে ফিরিয়েছেন তিনি।
ম্যাচের দ্বিতীয় দিন সাত উইকেটে ২৭২ রান দিয়ে খেলতে নেমে ৩০৪ রানে অল আউট হয় খুলনা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন সৌম্য সরকার। সঙ্গে এনামুল হক বিজয়ের ব্যাট থেকে আসে ৫৬ রান। রংপুরের হয়ে প্রথম ইনিংসে বল হাতে তান্ডব চালিয়েছেন সাজেদুল, তাঁর একার শিকার ছয় উইকেট।
রংপুর একাদশঃ- জাহিদ জাভেদ, মেহেদী মারুফ, মাহমুদুল হাসান লিমন, সোহরাওয়ার্দি শুভ, নাঈম ইসলাম, তানবীর হায়দার, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), রবিউল হক, সাজেদুল ইসলাম (অধিনায়ক), মোহাম্মদ সাদ্দাম, সঞ্জিত সাহা।
খুলনা একাদশঃ- রবিউল ইসলাম রবি, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তুষার ইমরান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদি হাসান, জিয়াউর রহমান, আব্দুর রাজ্জাক (অধিনায়ক), বিশ্বনাথ হালদার, আল-আমিন হোসেন।