তাসকিনের আরেকটি উইকেট, তাসামুলের সেঞ্চুরি

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- চট্টগ্রাম
ঢাকা মেট্রো প্রথম ইনিংসঃ- ২৮৭/১০
চট্টগ্রাম প্রথম ইনিংসঃ ২২২/৮
জাতীয় ক্রিকেট লীগের তৃতীয় রাউন্ডের তৃতীয় দিন (এনসিএল) বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা মেট্রোর বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করছে চট্টগ্রাম বিভাগ।
নিয়মিত বিরতিতে উইকেট হারালেও এক প্রান্ত ধরে রেখে ইতিমধ্যে শতক হাঁকিয়েছেন চট্টগ্রামের মিডেল অর্ডার ব্যাটসম্যান তাসামুল হক। ১০৪* রানে আছেন তিনি।
বর্তমানে তাঁর সঙ্গী হিসেবে মাঠে আছেন হাসান মাহমুদ (০*)। শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রামের সংগ্রহ ৮৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২২ রান।

অর্থাৎ, ১০০ রানে পিছিয়ে থাকা চট্টগ্রাম এখন পিছিয়ে আছে ৬৫ রানে, হাতে আছে দুই উইকেট। তৃতীয় দিনে মেট্রোর হয়ে দুটি উইকেট নিয়েছেন শহিদুল ইসলাম ও তাসকিন আহমেদ।
আগের দিন ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে চট্টগ্রাম। তাসকিন আহমেদের প্রথম শিকার হয়ে দুই রানে বিদায় নিয়েছেন সাদিকুর রহমান। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ৪৫ রান যোগ করে সাজঘরে ফেরেন আরেক ওপেনার পিনাক ঘোষ (১২)।
দুই উইকেট হারালেও রানের চাকা সচল রেখেছিলেন মমিনুল হক। কিন্তু ব্যক্তিগত ৩৪ রানে মোহাম্মাদ আশরাফুলকে উইকেট ছুঁড়ে দেন এই বাঁহাতি ব্যাটসম্যান। মমিনুলের পর ইয়াসির আলি এবং তাসামুল হক জুটি গড়ার চেষ্টা করেন।
কিন্তু ৩৬ রানের জুটি গড়তেই পেসার তাসকিন আহমেদের শিকার হন ইয়াসির (২৯)।
একই ওভারে নতুন ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কনকে লেগ বিফরের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান তাসকিন। এক ওভারেই জোড়া আঘাত হানেন ডানহাতি এই পেসার। এরপর নাইমকে ৮ রানে বোল্ড করে সাজঘরে ফেরান শহিদুল।
ঢাকা মেট্রো একাদশঃ-
মোহাম্মদ আশরাফুল, তাসকিন আহমেদ, মেহরাব হোসেন, শামসুর রহমান, আরাফাত সানি (অধিনায়ক), সৈকত আলি, মোহাম্মদ শরিফউল্লাহ, শাদমান ইসলাম, মোঃ শহিদুল, জাবিদ হোসেন, নাইম শেখ।
চট্টগ্রাম বিভাগ একাদশঃ-
মুমিনুল হক (অধিনায়ক), মাহিদুল ইসলাম অংকন, ইয়াসির আলি রাব্বি, সাদিকুর রহমান, পিনাক ঘোষ, নাঈম হাসান, শাখাওয়াত হোসেন, ইয়াসিন আরাফাত মিশু, হাসান মাহমুদ, তাসামুল হক, মেহেদি হাসান রানা।