promotional_ad

দ্বিতীয় দিনও মাঠে গড়াল না এনসিএলের দুটি ম্যাচ

জাতীয় ক্রিকেট লীগ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বৃষ্টির কারণে চলমান জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডের দুটি ম্যাচ মাঠে গড়ায়নি। 


বরিশালের বিভাগীয় স্টেডিয়ামে প্রথম স্তরের ম্যাচে স্বাগতিক বরিশালের বিপক্ষে খেলার কথা ছিল রাজশাহীর।


আর কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে খেলার কথা ছিল সিলেট ও ঢাকা বিভাগের। 



promotional_ad

তবে টানা বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় এখন পর্যন্ত দুই দিন চলে যাওয়ার পরও টস সম্পন্ন হয়নি কোন ম্যাচেই। ফলে ড্রয়ের পথেই এগোচ্ছে দুই ম্যাচ।  


এর আগে দ্বিতীয় রাউন্ডেও সবগুলো ম্যাচ ড্র হয়েছিল। মূলত ঘুর্ণিঝড় তিতলির প্রভাবে হওয়া বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে কোনো ম্যাচই নির্বিঘ্নে শেষ হতে পারেনি।


এখন পর্যন্ত সারাদেশের আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করলেও বরিশাল ও কক্সবাজারের আবহাওয়া স্বাভাবিক হয়নি এখনও।


উল্লেখ্য এখন পর্যন্ত দুই রাউন্ডের খেলা শেষে বেশ সুবিধাজনক অবস্থানে আছে রাজশাহী বিভাগ।



প্রথম স্তরে দুই ম্যাচে ড্র নিয়ে মোট ৯.৪৮ পয়েন্টের সুবাদে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দলটি।


অপরদিকে প্রথম দুই ম্যাচে ড্র করেও বরিশাল আছে তিন নম্বরে। তাদের পয়েন্ট ৬.১১।


আর দ্বিতীয় স্তরে ১টি জয় ও ১টি ড্রতে ১১.৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। ১ পরাজয় ও ১ ড্রতে ২.৫ পয়েন্ট পাওয়া সিলেটের অবস্থান চতুর্থ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball