বয়স নয়, ভাবনা অন্য জায়গায় রাব্বির

ছবি: ফজলে রাব্বি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
৩০ বছর বয়সে জাতীয় দলের ফটক খুলেছে ফজলে রাব্বির। তবে বয়স নিয়ে মোটেই চিন্তিত নন বাঁহাতি এই ব্যাটসম্যান। সোমবার মিরপুর শের-ই-বাংলায় প্রস্তুতি ক্যাম্পের প্রথম দিন শেষে সাংবাদিকদের আরও জানান,
'আমি খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। ওজন কমিয়েছি। বয়স নিয়ে যেই কথা হচ্ছে, আমি আসলে এসব নিয়ে ভাবি না। আমি যদি ফিট থাকি ও আমার পারফর্মেন্স থাকে তাহলে বয়স কোন বিষয় না।'
অর্থাৎ বয়স নয়, ফিটনেস নিয়েই দুশ্চিন্তায় ছিলেন তিনি। বাংলাদেশ 'এ' দলে শেষবার ডাক পেয়ে ফিটনেস দুশ্চিন্তা কাটিয়েছেন ঠিকই, কিন্তু এই চিন্তা পুরোপুরি কাটেনি তাঁর। অনুশীলনে তাই বাড়তি মনোযোগ দিচ্ছেন ফিটনেস রক্ষার জন্যই।

'এবারের প্রিমিয়ার লীগে ভাল হয়েছিল আমার। আমার মনে হয়েছে ফিটনেসটা যদি আরেকটু ভাল হত, তাহলে আমার রান ৭০০ থেকে ৮০০-৮৫০ রান হতে পারত। তখন আমার মাথায় আসছে, যে করেই হোক নিজের ফিটনেসের মান উন্নতি করতে হবে।
'আমার সৌভাগ্য, তখন আমাকে বাংলাদেশ এ দলে ডাকা হয়েছিল। সেখানে দুই আড়াই মাসের মত একটা ফিটনেস ক্যাম্প হয়েছে। ওই ক্যাম্পটা আমাকে খুব কাজে দিয়েছে।'
উল্লেখ্য, ৩০ বছর বয়সে জাতীয় দলে ডাক পেয়ে দেশের ক্রিকেটে অনন্য এক নজিরই স্থাপন করলেন রাব্বি। এখন যদি ফিটনেসের যত্নও ঠিকভাবে নিতে শিখেন, তাহলে হয়তো রানের মধ্যেই দেখা যাবে তাঁকে।