লড়াই চালিয়ে যাচ্ছে ঢাকা মেট্রো
ছবি: জিয়াউর রহমান

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে স্বাগতিক খুলনা বিভাগ এবং রংপুর বিভাগ। ইতিমধ্যে টসে জিতে খুলনাকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানিয়েছে রংপুর।
তবে দলীয় ২৩ রানেই ওপেনার রবিউল ইসলামের (১২) উইকেট হারিয়েছে তাঁরা। এরপরে ১১১ রানের সুন্দর একটি জুটি গড়েছেন দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান এনামুল হক বিজয় এবং সৌম্য সরকার।
তবে ফিফটি করে বেশিক্ষন উইকেটে থাকেননি বিজয়। সঞ্জিত সাহার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে তাঁর সংগ্রহ পাঁচটি চার ও দুটি ছক্কায় ৫৬ রান। এরপরে প্রথম ??্রেণীর ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরির আভাস দিয়ে ফিরেছেন সৌম্য।
সাজেদুল ইসলামের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে আটটি চার ও একটি ছক্কায় করেছেন ৭৬ রান। সাজেদুলের তৃতীয় শিকার হয়ে সৌম্যের পিছু নিয়েছেন তুষার ইমরানও (১২)।

সাজেদুলের বলে বোল্ড হয়ে ফিরেছেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহানও (১০)। আফিফ হোসেন ধ্রুবকে (১৫) ফিরিয়েছেন সঞ্জিত সাহা। উইকেটে আছেন জিয়াউর রহমান (৭*) এবং মেহেদি হাসান (১৮*)।
খুলনার প্রথম ইনিংসের সংগ্রহ ছয় উইকেটে ২২৭ রান।
এদিকে দিনের আরেক খেলায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ঢাকা মেট্রোপলিটন এবং চট্টগ্রাম বিভাগ। টসে জিতে ঢাকা মেট্রোকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানিয়েছে চট্টগ্রাম।
চট্টগ্রামের পেসার হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে ফিরেছেন মেট্রোর ওপেনার মোহাম্মদ নাইম (৯)। এরপরে আসরে দুর্দান্ত ফর্মে থাকা সাদমান ইসলামকে ৩৬ রানে ফিরিয়েছেন হাসান মাহমুদ।
২০ বলে শুন্য রান করে রানআউট হয়ে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। উইকেটে এসে শুন্য রানে ফিরে গেছেন মেহরাব হোসেন জুনিয়রও। এদিনে ফিফটি তুলে নিয়েছেন মেট্রোর ওয়ান ডাউন ব্যাটসম্যান শামসুর রহমান শুভ।
চারটি চারে ফিফটি করেই মাঠ থেকে সাময়িক সময়ের জন্য অবসরে গিয়েছেন তিনি। সৈকত আলিও ফিরেছেন ১০ রানে। ১৪২ রানে পাঁচ উইকেট হারানো মেট্রোকে পুনরায় পথ দেখিয়েছেন উইকেটরক্ষক জাবিদ হোসেইন (৫৮*) ও শরিফুল্লাহ (৪৪*)।
ঢাকা মেট্রো সংগ্রহ করেছে পাঁচ উইকেটে ২১৪ রান।