দুবাইয়ে সিরিজ আয়োজনে বাঁধা ব্যস্ত সূচি

ছবি: দুবাই ক্রিকেট স্টেডিয়াম

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
এবারের এশিয়া কাপে আরব আমিরাতের কন্ডিশনের সাথে নিজেদের মানিয়ে নিতে বেশ গলদঘর্ম হতে হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলকে। বিশেষ করে প্রচন্ড গরম আবহাওয়াতে খেলাটা রীতিমত দুঃসাধ্য ছিল টাইগারদের পক্ষে।
বিরূপ এই কন্ডিশনে খেলার দরুন ইনজুরিতেও পড়তে হয়েছে দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে। সুতরাং এশিয়া কাপ শেষ হওয়ায় যেন অনেকটা হাঁফ ছেড়েই বেঁচেছেন সকলে। তবে দুবাইয়ের এই আবহাওয়ায় আগামীতে খেলতে গেলে যে আবারও বিপদে পড়বে টাইগাররা তা বলাই বাহুল্য।

আর এই 'কন্ডিশন' সমস্যা কাটাতে হলে সেখানে বেশি সিরিজ আয়োজন করার বিকল্প নেই বলেই মনে করেন ক্রিকেট বোদ্ধারা। কিন্তু বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন খুব দ্রুতই দুবাইয়ের মাঠে সিরিজ আয়োজন করা সম্ভব হচ্ছে না। আর এর প্রধান কারণ হল টাইগারদের ব্যস্ত সূচি। আকরাম বলেন,
'এখন বাংলাদেশ দল খুবই ব্যস্ত। সময় নেই। জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজের পর বিপিএল, নিউজিল্যান্ড আছে... তারপর আয়ারল্যান্ড। এরপরেই তো বিশ্বকাপ। এর মধ্যে সময় নেই।'
উল্লেখ্য চলতি বছর জিম্বাবুয়ে এবং উইন্ডিজদের বিপক্ষে দেশের মাটিতে সিরিজ খেলার পর আগামী বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। এরপর আয়ারল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিবে টাইগাররা।