বিশ্বকাপে খেলা হবে তো সাকিবের?

ছবি: সাকিব আল হাসান

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ক্রিকেট পাড়ায় গত কয়েকদিনে একটি আলোচনাই সকলের মুখে মুখে। আগামী বছরের বিশ্বকাপে সাকিব আল হাসান খেলতে পারবেন তো? হাতের ইনজুরি কাটিয়ে আবারো দেশের হয়ে মাঠে নামতে পারবেন তো তিনি?
তবে মে মাসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলার ব্যাপার সাকিব এখনই নিশ্চিত করে কিছু বলতে পারেননি। অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে তিনি জানিয়েছেন বর্তমানে বেশ সুস্থ বোধ করলেও পুরোপুরিভাবে সমস্যা নিরসনের নির্দিষ্ট কোন সময়সীমা নেই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি তাই বলেছেন,

'দেখুন এটি এমন একটি সমস্যা যেটির নির্দিষ্ট কোন সময়সীমা নেই। এমনও হতে পারে আমি আগামী মাসেই খেলতে পারি। কারণ এখন আমার হাতে ব্যাথা নেই, খুব ভাল বোধ করছি। এখন শুধু গুরুত্বপূর্ণ হল আমার হাতের যে জোর সেটি কতক্ষণে ফিরে আসে। এটি পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে তাড়াতাড়িও ফিরে আসতে পারে।
ফেরার ব্যাপারে নিশ্চিত করে কিছু না বলতে না পারলেও এক মাসের মাথায় খেলতে নামার ইচ্ছার কথা জানালেন সাকিব। যদিও এর থেকে বেশি সময় যে লাগবে সেটিও স্বীকার করলেন তিনি। সাকিবের ভাষায়,
'আমি যেটি বললাম যে হতে পারে আমি এক মাস পরেও খেলতে পারি আবার হতে পারে ছয় মাসও লাগতে পারে। তবে আশা করি এক মাস পরেই খেলতে পারব। তারপরও যেহেতু স্ট্রেন্থ ফিরে পাওয়ার ব্যাপার আছে সুতরাং এক মাসে হয়ত হবে না, একটু সময় বেশিই লাগবে।'
মূলত হাতের জোর ফিরে আসার উপরেই নির্ভর করছে সাকিবের খেলার বিষয়টি। আর সেই অপেক্ষাতেই এখন আছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তাঁর মতে সার্জারি না করিয়ে খেলাটিই সেরা অপশন হবে। তিনি বলেছেন,
'স্ট্রেন্থ ফিরে আসলে সামনের মাসেও খেলতে পারি। আবার যদি দেখি যে আসার (স্ট্রেন্থ) পর ব্যাথা হচ্ছে তখন দেখা যাবে যে আবার অপেক্ষা করতে হচ্ছে যখন সার্জারি করতে পারব। এই বিষয়টি আসলে বেশ অনিশ্চিত তবে একই সময়ে একটি ব্যাপার ভাল যে ইনফেকশনটি হওয়ার পরে এখন মনে হচ্ছে যে হয়ত সার্জারি না করেও খেলা যেতে পারে। আর তেমনটি হলে সবথেকে ভাল অপশন সেটাই হবে। তবে এটি নিশ্চিতভাবে বলা মুশকিল।'