সেরা উইকেট শিকারির তালিকায় স্পিনারদের আধিপত্য

ছবি: জাতীয় লীগের সেরা উইকেট শিকারিরা

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে গতকালই। আর এই রাউন্ড শেষে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় রাজত্ব করছেন স্পিনাররাই। তালিকার প্রথম পাঁচ বোলারদের মধ্যে চারজনই স্পিনার।
এখন পর্যন্ত ২ ম্যাচে ১৫ উইকেট নিয়ে শীর্ষে অবস্থান করছেন ঢাকা মেট্রোর আরাফাত সানি। যেখানে তাঁর ইকোনমি রেট মাত্র ২.৪৫ এবং সেরা বোলিং ফিগার ৭/৫৭। ঢাকা বিভাগের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচেই এই উইকেট শিকার করেন তিনি।

সানির পর তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন ঢাকা বিভাগের পেসার শাহাদাত হোসেন। ২ ম্যাচে ৩.৪২ ইকোনমি রেটে ১০টি উইকেট নিয়েছেন তিনি। তাঁর সেরা বোলিং ফিগারটি ৪/৪৫। প্রথম রাউন্ডে চট্টগ্রাম বিভাগের হয়ে এই উইকেট পান শাহাদাত।
২ ম্যাচে ৮ উইকেট নিয়ে তৃতীয়তে আছেন খুলনার স্পিনার আফিফ হোসেন। ৩.৩৮ ইকোনমি রেটে বল করা এই ক্রিকেটারের সেরা বোলিংটি ছিল রাজশাহী বিভাগের বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচে। সেবার মাত্র ৬৬ রান খরচায় ৭ উইকেট তুলে নিয়েছিলেন তিনি।
তালিকার চতুর্থ এবং পঞ্চম স্থানেও রয়েছেন স্পিনাররাই। ঢাকা বিভাগের হয়ে ২ ম্যাচ খেলে চতুর্থতে থাকা নাজমুল ইসলাম অপু শিকার করেছেন এখন পর্যন্ত ৮ উইকেট। জাতীয় দলের এই স্পিনারের সেরা বোলিং ফিগারটি ছিল চট্টগ্রামের বিপক্ষে। প্রথম রাউন্ডের সেই ম্যাচে ৭৫ রানে ৫ উইকেট শিকার করেছিলেন তিনি।
অপরদিকে সিলেট বিভাগের হয়ে খেলা এনামুল ২ ম্যাচে শিকার করেছেন ৭ উইকেট। ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচে ১৬৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন এই স্পিনার।
এনসিএলের দ্বিতীয় রাউন্ড শেষে সেরা উইকেট শিকারির তালিকা-
বোলার | দল | ম্যাচ সংখ্যা | ইনিংস সংখ্যা | উইকেট সংখ্যা | সেরা বোলিং | ইকোনমি রেট |
আরাফাত সানি | ঢাকা মেট্রোপলিস | ২ | ৪ | ১৫ | ৭/৫৭ | ২.৪৫ |
শাহাদাত হোসেন | ঢাকা বিভাগ | ২ | ৩ | ১০ | ৪/৪৬ | ৩.৪২ |
আফিফ হোসেন | খুলনা বিভাগ | ২ | ২ | ৮ | ৭/৬৬ | ৩.৩৮ |
নাজমুল ইসলাম | ঢাকা বিভাগ | ২ | ৩ | ৮ | ৫/৭৫ | ২.৫৩ |
এনামুল হক জুনিয়র | সিলেট বিভাগ | ২ | ২ | ৭ | ৬/১৬৫ | ২.৮৬ |
শফিউল ইসলাম | রাজশাহী বিভাগ | ১ | ২ | ৬ | ৫/৪৩ | ৩.৩১ |
জুবায়ের হোসেন লিখন | চট্টগ্রাম বিভাগ | ২ | ২ | ৬ | ৫/৬১ | ৪.১৬ |
শাহানুর রহমান | সিলেট বিভাগ | ২ | ২ | ৬ | ৩/৫৮ | ৩.৪১ |
সোহাগ গাজি | বরিশাল বিভাগ | ২ | ৩ | ৬ | ৩/১৪২ | ৩.২২ |
আসিফ হাসান | ঢাকা মেট্রো | ২ | ৩ | ৫ | ৫/৪৪ | ২.২৫ |