promotional_ad

তিনশ'র অপেক্ষা বাড়ল চট্টগ্রামের

সিলেট ও চট্টগ্রাম বিভাগের ক্রিকেটাররা
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে সিলেট-চট্টগ্রাম ম্যাচের দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি । বারকয়েক বৃষ্টি থামলেও মাঠ খেলার উপযোগী না থাকায় দ্বিতীয় দিন খেলা চালাতে অপারগতা প্রকাশ করেন দুই আম্পায়ার।


আগের দিনে টসে জিতে ব্যাট করতে নেমে নয় উইকেটে ২৮২ রান করেছে চট্টগ্রাম। দ্বিতীয় দিনে খেলা না হওয়ায় সেই অবস্থা থেকেই তৃতীয় দিন শুরু করবে চট্টগ্রাম।


প্রথম দিনে সিলেটের বিপক্ষে সাদিকুর রহমান ও ইয়াসির আলীর ব্যাটিং দৃঢ়তায় প্রথম দুই সেশনে দাপট দেখিয়েছিল চট্টগ্রাম বিভাগ। তবে শেষ সেশনে বোলারদের নৈপূণ্যে ম্যাচে ফিরেছে সিলেট।
শুরুর দিকে ভাল অবস্থা ছিল না চট্টগ্রামের। ওপেনার মাহিদুলের উইকেট হারায় তাঁরা। তবে, শুরুর ধাক্কা সামাল দিয়ে সাদিকুরের সঙ্গে ৬৩ রানের জুটিতে দলকে এগিয়ে নেন মুমিনুল।



promotional_ad

দারুণ শুরুর পরও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন তিনি। ৫২ বলে ৬ চারে ৪৩ রান করে নাবিল সামাদের বলে বোল্ড হয়ে আউট হন তিনি। তৃতীয় উইকেটে শতরানের জুটিতে দলকে বড় সংগ্রহের স্বপ্ন দেখান সাদিকুর ও ইয়াসির।


২ উইকেটে ১৭৬ রান নিয়ে চা-বিরতিতে যায় চট্টগ্রাম। তৃতীয় সেশনে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া সাদিকুর নয়টি চারে ১৯০ বলে ১০৬ রান করে ফিরে গেলে দ্রুত উইকেট হারাতে থাকে চট্টগ্রাম।


এরপর ইয়াসির ১৪৮ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৮৪ রান করে নাবিলের বলে ক্যাচ দেন সিলেটের উইকেটকিপার জাকির হাসানের গ্লাভসে। চট্টগ্রামের শেষ সাত ব্যাটসম্যানের চারজন খুলতেই পারেননি রানের খাতা! 


৪১ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা চট্টগ্রামকে তিনশ রানের কাছে নিয়ে গেছেন সাইফ (২০*) ও জুবায়ের (৪*)। এই দুজনের ব্যাটেই তিনশ ছাড়ানো ইনিংসের স্বপ্ন দেখছে চট্টগ্রাম বিভাগ। 



সিলেটের হয়ে শাহানুর একাই নিয়েছেন তিন উইকেট। দুটি করে উইকেট দখল করেছেন বাঁহাতি স্পিনার নাবিল ও পেসার আবু জায়েদ। একটি উইকেট গিয়েছে এনামুল হক জুনিয়রের ঝুলিতে।


দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:


টসঃ- চট্টগ্রাম
চট্টগ্রাম প্রথম ইনিংস:- ২৮২/৯ (৮৭ ওভার)  
(সাদিকুর ১০৬, ইয়াসির ৮৪, মুমিনুল ৪৩; শাহানুর ৩/৫৮, নাবিল ২/৩৬, আবু জায়েদ ২/৫৩)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball