দুর্দান্ত সেঞ্চুরি শান্তর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- রাজশাহী বিভাগ
রংপুর বিভাগ প্রথম ইনিংসঃ- ১৫১/১০ (৫৯.৪ ওভার)
(নাঈম ৬০, শুভ ২৯; মোহর ৩/৩৭, ফরহাদ ৩/৩৯)

রাজশাহী বিভাগ প্রথম ইনিংসঃ- ২৬২/০ (৬৩ ওভার)
(মিজানুর রহমান ১৪২, নাজমুল হোসেন শান্ত ১০২)
জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) টায়ার-১ এর ম্যাচে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৫১ রানেই অলআউট হয়েছে রংপুর বিভাগ। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৯৯ রান করে দিন শেষ করেছিল রাজশাহী।
দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে এখনও উইকেট ছুঁড়ে দেয়নি দলটি। দুর্দান্ত ব্যাটিং করে লাঞ্চের আগেই সেঞ্চুরি তুলে নেন ওপেনার মিজানুর রহমান। আর লাঞ্চের পর শতক তুলে নিয়েছেন আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত।
এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর। ফরহাদ রেজার বোলিং তোপে শুরু থেকেই যাওয়া আসার মিছিলে ব্যস্ত থাকে রংপুরের ব্যাটসম্যানরা।
মাত্র ৫৯ রানেই ছয়টি উইকেট হারায় তাঁরা। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন নাঈম ইসলাম। এছাড়া সোহরাওয়ার্দি শুভর ব্যাট থেকে আসে ২৯ রান। এই দুজনের ব্যাটেই ৫৯.৪ ওভারে ১৫১ রান পর্যন্ত করতে পেরেছে রংপুর।
স্বাগতিকদের হয়ে তিনটি উইকেট শিকার করেছেন ফরহাদ রেজা ও মোহর শেখ। দুটি উইকেট নিয়েছেন শফিকুল ইসলাম। তাইজুল ইসলাম এবং সানজামুল ইসলাম নিয়েছেন একটি করে উইকেট। একটু পরেই ব্যাটিংয়ে নামবে রাজশাহী বিভাগ।