রাজশাহীতে ফরহাদ রেজা, ফতুল্লায় আরাফাত সানির ভেলকি

ছবি: ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) টায়ার-১ এর ম্যাচে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ভুগছে রংপুর বিভাগ। টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে তাঁরা।
ফরহাদ রেজার বোলিং তোপে শুরু থেকেই যাওয়া আসার মিছিলে ব্যস্ত থাকে রংপুরের ব্যাটসম্যানরা। মাত্র ৫৯ রানেই ছয়টি উইকেট হারায় তাঁরা। উইকেটে আছেন আগের ম্যাচে আট রানের জন্য সেঞ্চুরি না পাওয়া ব্যাটসম্যান নাঈম ইসলাম (১৪*)।

তাঁর সঙ্গী সোহরাওয়ার্দি শুভ আছেন ১৯* রানে। স্বাগতিকদের হয়ে তিনটি উইকেট শিকার করেছেন ফরহাদ রেজা। দুটি উইকেট নিয়েছেন মোহর শেখ। রংপুরের এই মুহূর্তের সংগ্রহ ছয় উইকেটে ৮৪ রান।
এছাড়া ফতুল্লায় দিনের আরেক হাইভোল্টেজ ম্যাচে ঢাকা মেট্রোর আরাফাত সানির দুর্দান্ত বোলিংয়ে বিপাকে ঢাকা বিভাগ। টায়ার-২ এ ঢাকা ডার্বির এই ম্যাচে এখন পর্যন্ত চারটি উইকেট নিয়েছেন আরাফাত সানি।
তাঁর দুর্দান্ত বোলিংয়ে ঢাকা বিভাগ করেছে ৩৮ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ৯২ রান। দলীয় ৬১ থেকে ৭৪ রানের মধ্যেই চারটি উইকেট যায় ঢাকা বিভাগের।
ঢাকা বিভাগের হয়ে উইকেটে আছেন তাইবুর রহমান (২০*) এবং অধিনায়ক নাদিফ চৌধুরী (৪*)। মেট্রোর হয়ে বাকী উইকেটটি নিয়েছেন আবু হায়দার রনি।