ঢাকা ডার্বিতে সতর্ক সূচনা ঢাকা ডিভিশনের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ফতুল্লার খান সাহেব ওসমানি স্টেডিয়ামে ঢাকা ডার্বিতে মুখোমুখি হয়েছে ঢাকা ডিভিশন এবং ঢাকা মেট্রো। ইতিমধ্যে ম্যাচটিতে টসে জিতে ঢাকা ডিভিশনকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ঢাকা মেট্রো।
টসে হেরে ব্যাট কোর্টে নেমে বিনা উইকেটে স্কোরবোর্ডে ৩২ রান যোগ করে ঢাকা ডিভিশন। তবে আব্দুল মজিদ ১৭ রান করে বিদায় নিলে বিপাকে পড়ে ঢাকা। তাঁর উইকেটটি নেন আরাফাত সানি।

সেখান থেকে দলকে টেনে নিয়ে যাচ্ছেন তরুন সাইফ হাসান এবং আরেক ওপেনার রনি তালুকদার। বর্তমানে তাদের স্কোর ১ উইকেট হারিয়ে ৪৭ রান।
ঢাকা মেট্রো
মার্শাল আইয়ুব, মোহাম্মদ আশরাফুল, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, মেহরাব হোসেন, শামসুর রহমান, আরাফাত সানি, মোহাম্মদ ইলিয়াস, মেহেদি মারুফ, সৈকত আলি, মোহাম্মদ শরিফউল্লাহ, আসিফ আহমেদ রাতুল, শাদমান ইসলাম, আসিফ হাসান, আবু হায়দার রনি, আজমির আহমেদ, মোঃ শহিদুল, কাজি অনিক, নাইম শেখ।
ঢাকা ডিভিশন
মোহাম্মদ শরিফ, রকিবুল হাসান, শুভাগত হোম, রনি তালুকদার, আব্দুল মজিদ, নাদিফ চৌধুরি, মোশাররফ রুবেল, তাইবুর রহমান, নাজমুল ইসলাম অপু, সাইফ হাসান, শাহাদত হোসেন, মাহবুবুল আলম অনিক, নাজমুল হোসেন মিলন, দিদার হোসেন, মিনহাজ খান, মানিক মিয়া, শাকিল হোসেন, শাকিল তালুকদার, সৈকত হোসেন, জাহিদুজ্জামান, জয়রাজ শেখ ইমন, রাকিন আহমেদ