promotional_ad

পাঁচ ওভারে চার ব্যাটসম্যান সাজঘরে

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


চলমান অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংয়ের ব্যাটসম্যানদের পাত্তাই দেয়নি বাংলাদেশ দলের বোলাররা। যুব টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে প্রথমে ব্যাট করে মাত্র ৯১ রানেই গুটিয়ে যায় হংকং। 


দলের পক্ষে সর্বোচ্চ ১৬ রান করেন ওপেনার কালহান চাল্লু এবং অদিত গোয়ারা। বাংলাদেশের পক্ষে ১১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন লেগ স্পিনার রিশাদ হোসেন। আর দুটি করে উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী এবং রকিবুল হাসান। 


৯২ রানের ছোট লক্ষ্যে ২ ওভারে স্কোরবোর্ডে ১৮ রান যোগ করে বাংলাদেশের যুবারা। কিন্তু ইনিংসের তৃতীয় ওভারে সাজঘরে ফেরেন তিন টাইগার ব্যাটসম্যান। অধিনায়ক তৌহিদ হৃদয় ৫, শামিম হোসেন ০ এবং সাজিদ হোসেন করেন ৪। 


তিনটি উইকেটই নেন নাসিরুল্লাহ রানা। এর দুই ওভার পর নাসিরুল্লাহ রানার চতুর্থ শিকার হয়ে ফেরেন ওপেনার তানজিদ হাসান। ৫ ওভার শেষ তাদের স্কোর ৪ উইকেটে ৩০ রান। 


promotional_ad

এদিন টসে জিতে হংকংয়ে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন যুব দলের অধিনায়ক হৃদয়। কিন্তু ব্যাটিং করতে নেমেই ১১ রানের মাথায় প্রথম উইকেট হারায় সফরকারীরা। ২ রান করে শরিফুল ইসলামের বলে উইকেটরক্ষক আকবর আলির হাতে স্ট্যাম্পিংয়ের শিকার হন ওপেনার হারপ্রিত সিং। 


এরপর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার কালহান চাল্লু এবং তিন নম্বরে নামা ওয়াজিদ শাহ। ১৬ রান করা চাল্লু মিনহাজুর রহমানের এবং ৫ রান করা ওয়াজিদ মৃত্যুঞ্জয় চৌধুরীর শিকার হয়ে সাজঘরে ফিরেছেন। এর ফলে দলীয় মাত্র ২৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপদের মুখে পড়তে হয়েছে কবির সোধির নেতৃত্বাধীন হংকং দলটিকে।


২৫ রানে ৩ উইকেট হারানোর পর বাংলাদেশী বোলারদের তোপে আর ঘুরে দাঁড়াতে পারেনি হংকং। কবির সোধি এবং অদিত গোয়ারা এবং কালহান চাল্লু ছাড়া আর কেউ দুই অঙ্কের স্কোর করতে পারেন নি। শেষ ৭ উইকেট হারিয়েছে তারা ৬৬ রানে।


এদিকে সেমিফাইনালে জায়গা করে নিতে আজকের ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। শ্রীলংকার বিপক্ষে হেরে যাওয়ায় এই ম্যাচে বড় ব্যবধানে জিততেই হবে বাংলাদেশের যুবাদের। 


বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ একাদশ- 


তানজিদ হাসান, সাজিদ হোসেন, তৌহিদ হৃদয় (অধিনায়ক), শামিম হোসেন, আকবর আলি (উইকেটরক্ষক), মৃত্যুঞ্জয় চৌধুরী, রিশাদ হোসেন, রাকিবুল হাসান, মিনহাজুর রহমান, মাহমুদুল হাসান জয়, শরিফুল ইসলাম। 


হংকং অনূর্ধ্ব ১৯ একাদশ- 


হারপ্রিত সিং, কালহান চাল্লু, ওয়াজিদ শাহ, হারুন আরশাদ, অদিত গোরাওয়ারা, মোহাম্মদ হাসান, ড্যানিয়েল বাট, কবির সোধি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রওনক কাপুর, নাসরুল্লাহ রানা, হাসান খান মোহাম্মদ।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball