শফিউলের তোপের মুখেও সেঞ্চুরি তুষার ইমরানের

ছবি: তুষার ইমরান

|| ডেস্ক রিপোর্ট ||
শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) প্রথম টায়ারের ম্যাচে খুলনার বিপক্ষে প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থানে আছে রাজশাহী বিভাগ।
শফিউলদের দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে দিনটা নিজেদের করে নিয়েছে হোম কন্ডিশনে খেলা রাজশাহী। দিনশেষে নিজেদের প্রথম ইনিংসে এক উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করেছে দলটি।
উদ্বোধনী জুটিতেই ১১৭ রান করেছে মিজানুর রহমান ও নাজমুল হোসেন শান্ত। ব্যক্তিগত ৪৬ রানে আফিফ হোসেনের বলে শান্ত ফিরে গেলেও উইকেটে আছেন মিজানুর (৭৪*)। সঙ্গে এক রানে ব্যাটিংয়ে আছেন জুনায়েদ সিদ্দিকি।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শফিউল ইসলামের তোপের মুখে পরে খুলনা। মাত্র ২১০ রানেই থেমে যেতে হয় তাঁদের। পাঁচ উইকেট তুলে নিয়েছেন শফিউল। এছাড়া দেলোয়ার হোসেন এবং সানজামুল ইসলাম তুলে নিয়েছেন দুটি করে উইকেট।
যদিও এদিনে প্রথম শ্রেণির ক্রিকেটে ২৯তম সেঞ্চুরি হাকান খুলনার মিডল অর্ডার ব্যাটসম্যান তুষার ইমরান। তাঁর ১০৪ রানের ইনিংসে ১৪ টি চার ও দুটি ছক্কা।
এছাড়া খুলনার ব্যাটিং লাইনআপে উল্লেখ করার মতো রান কেবল এনামুল হক বিজয় এবং নাহিদুল ইসলামের। দুজনেই আউট হয়েছেন ২৬ রান করে।
শুরুতে শফিউলের তোপে মাত্র ৫৫ রানেই পাঁচ উইকেট হারিয়েছিল খুলনা। এরপরে সৌম্য সরকার ও নাহিদুল ইসলামের সাথে আলাদা জুটি গড়ে দলের সংগ্রহ বাড়ান তুষার।
প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- খুলনা
খুলনা বিভাগ প্রথম ইনিংসঃ- ২০১/১০ (৫২.৩ ওভার)
(তুষার ১০৪, বিজয় ২৬, নাহিদুল ২৬; শফিউল ৫/৪৩)
রাজশাহী বিভাগ প্রথম ইনিংসঃ- ১২২/১ (২৯ ওভার)
(মিজানুর ৭৪*, শান্ত ৪৬; আফিফ ১/৫)