সায়মন ডুলের সেরা একাদশে তিন বাংলাদেশি

ছবি: বাংলাদেশ দল

|| ডেস্ক রিপোর্ট ||
সদ্য শেষ হওয়া এশিয়া কাপের সেরা একাদশ নির্বাচন করেছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার সায়মন ডুল। নিজের এই একাদশে তিনি রেখেছেন ৩ ভারতীয় এবং সমান সংখ্যক বাংলাদেশী ও আফগানিস্তানের ক্রিকেটারকে।
এছাড়াও পাকিস্তান দল থেকে মোট ২ জনকে পছন্দের তালিকায় রেখেছেন তিনি। ডুলের দলে ওপেনার হিসেবে থাকছেন টুর্নামেন্টের দুই সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। তিন নম্বর পজিশনের জন্য তাঁর পছন্দ পাকিস্তানের ইমাম উল হককে।
ইমামের পর টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে চার নম্বরে রেখেছেন ডুল। মিডল অর্ডারের বাকি ব্যাটসম্যানদের মধ্যে তাঁর একাদশে আরও রয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক, আফগানিস্তানের হাশমতউল্লাহ শহীদি এবং বাংলাদেশের অফ স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

দলটির স্পিন আক্রমণ সামলানোর জন্য ডুল রেখেছেন আফগান তারকা রশিদ খান এবং মুজিবুর রহমানকে। অপরদিকে পেসারদের মধ্যে তাঁর পছন্দ জাসপ্রিত বুমরাহ এবং মুস্তাফিজুর রহমানকে।
এশিয়া কাপে সায়মন ডুলের নির্বাচিত সেরা একাদশ-
১। রোহিত শর্মা
২। শেখর ধাওয়ান
৩। ইমাম উল হক
৪। মুশফিকুর রহিম
৫। শোয়েব মালিক
৬। হাসমতউল্লাহ শহীদি
৭। মেহেদি হাসান মিরাজ
৮। রশিদ খান
৯। মুজিবুর রহমান
১০। জাসপ্রিত বুমরাহ
১১। মুস্তাফিজুর রহমান