স্মার্ট ক্রিকেটার এবং ফাইটার উপাধি পেলেন মুশফিক

ছবি: ছবিঃ ক্রিকইনফো

ডেস্ক রিপোর্ট
পাকিস্তানের বিপক্ষে মাত্র এক রানের জন্য ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি মিস করেছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তবে ৯৯ রানের এই অসাধারণ ইনিনিংসটি খেলার জন্য মুশফিককে ক্লাস প্লেয়ার বলে দাবি করেছেন পাকিস্তানের সাবেক স্পিনার সাকলাইন মুশতাক।
সাবেক এই পাকিস্তানি ক্রিকেটারের মতে, বাংলাদেশ দলের নিয়মিত পারফর্মার মুশফিক। দলের বিপদে হাল ধরে এমন ইনিংস খেলে শুধু সে বাংলাদেশকে উদ্ধারই করেন নি বরং একজন ফাইটারের পরিচয় দিয়েছে সে।

'মুশফিক জেভাবে খেলেছে সে একজন ক্লাস প্লেয়ার, নিয়মিত পারফর্মার, সে একজন ফাইটার। সে দেশের জন্য এভাবে অনেকদিন ধরে খেলে আসছে। দুঃখের বিষয় যে সে আজকে সেঞ্চুরি করতে পারেনি।'
পাশাপাশি মুশফিককের ব্যাটিং প্রভাবিত করেছে সাবেক এই পাকিস্তানী ক্রিকেটারকে। শুরুতে হাল ধরে খেলা এই ডানহাতি ব্যাটসম্যান সিঙ্গেল বের করে খেলে বাংলাদেশকে চাপ মুক্ত করার পাশাপাশি রানের চাকা সচল রেখেছে।
'সে যেভাবে খেলেছে তা দুর্দান্ত, বাউন্ডারি বের করে খেলার চেষ্টা করেছে, সিঙ্গেল নিয়ে খেলেছে। এমন ধরনের ব্যাটসম্যানকে টাইট লেন্থে বল করতে হয় যদি তাকে বিপদে ফেলতে হয়। কিন্ত মুশফিক এমন ব্যাটসম্যান যে রানের চাকা সচল রাখতে পছন্দ করে। তার ব্যাটিং দেখে আমি প্রভাবিত হয়েছি অনেক।'
১২ রানে ৩ উইকেট হারানোর পর মোহাম্মাদ মিথুনের সঙ্গে ১৪৪ রানের জুটি গড়ে দলকে বিপদ মুক্ত করেছিলেন মুশফিক। সেই সঙ্গে ক্যারিয়ারের সপ্তম এবং এশিয়া কাপে নিজের তৃতীয় সেঞ্চুরির পথেও হাঁটছিলেন তিনি।
কিন্তু ব্যক্তিগত ৯৯ রানে শাহিন আফ্রিদির বলে সাজঘরে ফিরতে হয় তাঁকে। সেঞ্চুরি মিস করলেও সাকলাইন মুশতাকের কাছে ফাইটার এবং স্মার্ট ক্রিকেটারের উপাধি পেয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান।