দুই হাজারে চতুর্থ ইমরুল

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
রবিবার আফগানিস্তানের বিপক্ষে ৭২ রানের ইনিংসের মধ্য দিয়ে ওয়ানডে ক্যারিয়ারে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন ওপেনার ইমরুল কায়েস।
অষ্টম বাংলাদেশি হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন এই বাঁহাতি ওপেনার। আফগানদের বিপক্ষে মাঠে নামার আগে ১৯৯৮ রান ছিল তার।

৭১ ম্যাচ খেলে ৩০ গড়ে মোট ২০৭০ রানের মালিক তিনি। বাংলাদেশের পক্ষে চতুর্থ দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ২০০০ হাজার রানের ক্লাবে জয়েন করেন এই ওপেনার।
দেশের হয়ে সবার আগে ২০০০ রানের ক্লাবে জায়গা করে নিয়েছিলেন ওপেনার শাহরিয়ার নাফিস। মোট ৬৫ ইনিংস খেলে এই রেকর্ড নিজের করে নেন তিনি।
নাফিসের চেয়ে ৪ ইনিংস বেশি খেলে ২০০০'র ক্লাবে প্রবেশ করেছিলেন সাকিব। তামিম ইকবালের লেগেছিল ৭০ ইনিংস।
আর ইমরুল এই মাইলফলক ছুঁলেন ৭১ ইনিংসে। এরপর যথাক্রমে আছেন মুশফিকুর রহিম ৯১ ইনিংস, মাহমুদুল্লাহ রিয়াদ ৯৩ ইনিংস, এবং সাবেক অধিনায়ক হাবিবুল বাশার করেছিলেন ৯৫ ইনিংস।