ইতিবাচকই থাকছে বাংলাদেশ

ছবি: বাংলাদেশ দল

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তানের কাছে বিধ্বস্ত হওয়ার পর দিনই ভারতের বিপক্ষে মাঠে নামার জন্য প্রস্তুত হতে হচ্ছে বাংলাদেশকে। কিন্তু কাজটি যে বেশ কঠিনই হবে টাইগারদের জন্য সেটি সহজেই অনুমেয়।
যদিও ফলাফল ভিন্নও হতে পারত। আফগানদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়নের তকমা নিয়ে ভারতের মুখোমুখি হতে পারত মাশরাফিরা। কিন্তু সেটি হয়নি মোমেন্টাম ধরে রাখতে না পারার কারণেই।

আফগানদের শুরুতে চেপে ধরতে পারলেও পরবর্তীতে আর নিজেদের আধিপত্য বজায় রাখতে পারেনি টাইগাররা। অধিনায়ক তাই বলছিলেন,
'অবশ্যই আজকে যা হয়েছে এরপরে সামনে এগিয়ে যাওয়া কঠিন। শুক্রবার টুর্নামেন্টের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ শুরু হবে। ফলাফল অবশ্যই ভাল হতে পারত যদি আমরা মোমেন্টাম ধরে রাখতে পারতাম। তার পরিবর্তে কি হয়েছে সেটি নিয়ে আমাদের ভাবতে হচ্ছে।'
তবে আফগানদের কাছে ১৩৬ রানের ব্যবধানে পরাজিত হলেও নিজেদের শুধরে নেয়ার সুযোগ তেমন একটি পাচ্ছে না বাংলাদেশ।
কেননা দুবাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে খুবই কম সময় থাকছে তাদের হাতে। এরপরেও অবশ্য ইতিবাচক মানসিকতা নিয়েই খেলতে নামার প্রত্যয় টাইগার অধিনায়কের,
'যেহেতু ম্যাচের আগে (ভারতের বিপক্ষে) আমরা অনেক কম সময় পাচ্ছি। আমি মনে করি আমাদের যতটা সম্ভব দ্রুত সমস্যা কাটিয়ে ওঠা উচিৎ এবং মাঠে ইতিবাচক মানসিকতা নিয়েই নামা উচিৎ।'