বাংলাদেশের টুর্নামেন্ট জেতার সময় এসেছেঃ আগারকার

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল খেলেই সন্তুষ্ট থাকলে হবে না বাংলাদেশকে। বরং তাদের এখন ট্রফি জেতার কথা চিন্তা করেই মাঠে নামতে হবে।
ভারতের সাবেক পেসার অজিত আগারকার এশিয়া কাপকে ঘিরে বাংলাদেশকে নিয়ে এমনটাই মন্তব্য করেছেন। টাইগাররা নিয়মিত এখন ভালো খেলছে তাই এশিয়া কাপের মত আসরে তাদের কাছ থেকে শিরোপার প্রত্যাশা করাই যায় বলেও জানান এই ভারতীয়।

সাবেক এই ডানহাতি পেসার আরও মনে করেন, এখনই সঠিক সময় বাংলাদেশের আরও এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য। দলে অনেক প্রতিভা আছে বিধায় তাদের কাছ থেকে এমনটা আশা করাই যায়।
'তাদের দল থেকে প্রত্যাশা করার প্রত্যাশা সবসময় ছিল। কারণ দেশটা খুবই ক্রিকেট পাগল। এখন দল নিয়মিত ভাল খেলছে, এখন কি দলের কাছ থেকে এশিয়া কাপের মত এমন টুর্নামেন্ট জয় করার প্রত্যাশা করা খুব অনুচিত হবে?
ভাল খেলা, কিছু জয় অর্জন করা, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলা খুবই ভাল অর্জন। কিন্তু একটা পর্যায়ে এসে তাদের এক ধাপ এগোতে হবে এবং ট্রফি জিততে হবে। তাদের সেই ধরনের প্রতিভা আছে এবং সেই ধারবাহিকতা তাঁরা দেখাচ্ছে, সেই হিসেবে কাছ থেকে প্রত্যাশা করাই যায়।'
বৃহস্পতিবার আফগানিস্তানের কাছে হেরে গ্রুপ পর্বে রানার্স আপ হয়েছে বাংলাদেশ দল। আর পরের দিনই ভারতের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে মাঠে নামবে মাশরাফিরা।