পাকিস্তানের বিপক্ষে অনিশ্চিত আফগান অধিনায়ক?

ছবি: আসগর আফগান

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপে টানা দুটি জয় দিয়ে সুপার ফোরে পা রাখতে সক্ষম হয়েছে আসগর আফগানদের দল। সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে ১৩৬ রানের বিশাল জয় তাদের আত্মবিশ্বাসের পালে শুধু হাওয়াই লাগায়নি বরঞ্চ বিশ্ব ক্রিকেটে তাদের সামর্থ্যের প্রমাণও মিলেছে প্রবলভাবে। বিশেষ করে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে মাঠে নামার আগে এই জয় অনেকটাই শক্তি যোগাচ্ছে আসগর বাহিনীকে।
তবে এই ম্যাচের আগে একটি দুঃসংবাদের মুখে পড়তে হতে পারে আফগানদের। কারণ দলটির অধিনায়ক আসগর আফগান বর্তমানে ভুগছেন কুঁচকির ইনজুরিতে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক নিজেই জানিয়েছেন একথা।

সুতরাং শুক্রবারের ম্যাচটিতে তিনি খেলতে পারবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যদিও আফগান দলপতি দলের ফিজিওর ওপরেই ছেড়ে দিচ্ছেন এই বিষয়টি। তিনি বলেছেন 'আমার কুঁচকিতে একটু সমস্যা আছে, তবে আমি ফিজিওর ওপরেই ছেড়ে দিব সিদ্ধান্তটি নেয়ার যে আমি পাকিস্তানের বিপক্ষে খেলতে পারব কিনা।'
এদিকে আসগর কথা বলেছেন মাশরাফিদের বিপক্ষে পাওয়া এই জয় প্রসঙ্গেও। তিনি মূল কৃতিত্ব দিয়েছেন দলের দুই লোয়ার অর্ডার ব্যাটসম্যান গুলবাদিন নাইব এবং রশিদ খানকে। কারণ বাংলাদেশের বোলারদের দাপুটে বোলিংয়ে ১৬০ রানে যখন ৭ উইকেট পরে গিয়েছিল তখন এই দুই ব্যাটসম্যান হাল না ধরলে হয়তো বড় স্কোর গড়া সম্ভব হত না আফগানদের,
'এটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি খেলা ছিল এবং আমি সবথেকে বেশি কৃতিত্ব দিব নাইম এবং রশিদকে তাঁদের প্রচেষ্টার জন্য। আমাদের টপ এবং মিডল অর্ডার ভাল করেনি, কিন্তু নাইব এবং রশিদকে ধন্যবাদ যে তাঁরা দারুণ করেছে,' বলেন আসগর আফগান।
নিজেদের বোলিং এবং ফিল্ডিংয়ের প্রতিও যথেষ্ট আস্থা রয়েছে আসগর আফগানের। তাঁর মতে যেকোনো প্রতিপক্ষকেই নাড়িয়ে দিতে সক্ষম আফগানিস্তানের বোলিং লাইন আপ। তাঁর ভাষ্যমতে, 'আমাদের বোলিং এবং ফিল্ডিংয়ের কারণে অন্যান্য দলের ২৩০ রান তাড়া করা যথেষ্ট কঠিন হবে।'