promotional_ad

বিতর্কের জন্ম দিয়েই মুখোমুখি ভারত-বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৫ সালের বিশ্বকাপে ভারত-বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকেই উপমহাদেশের এই দুই দলের লড়াই আলাদা মাত্রা পেয়ে আসছে। মাঠে ও মাঠের বাইরে সবসময়ই কিছু না কিছু অক্রিকেটীয় ঘটনা খবরের শিরোনাম হয়ে এসেছে এই দুই দলের ম্যাচের আগে পরে।


এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচ আগেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। শুক্রবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের ম্যাচের আগে এশিয়া কাপের সময় সূচি নিয়ে খোলামেলা সমালোচনা করেছেন বাংলাদেশি কাপ্তান মাশরাফি। 


গ্রুপ পর্বের শেষ না হওয়ার আগেই বাংলাদেশকে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে ধরে সূচি নির্ধারণ করে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আচমকা সূচি বদলে ফেলা নিয়ে কড়া ভাষায় ক্রিকেট কর্তাদের এক হাত নিয়েছেন মাশরাফি। 


‘সূচি বদল নিয়ে চিন্তা করার সুযোগই পাইনি। তবে অবশ্যই এটা হতাশার। প্রথম থেকেই আমাদের পরিকল্পনায় ছিল যে আমরা যদি শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে হারাতে পারলে আমরা হয়ত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে যাব। এরপর গ্রুপ চ্যাম্পিয়ন হলে গ্রুপ ‘এ’ রানার্স আপ দলের সঙ্গে প্রথম ম্যাচ খেলব সুপার ফোরে। কিন্তু আজকে সকাল থেকে জানতে পারছি, আমরা আফগানিস্তানের বিপক্ষে জিতি আর হারি, আমরা ‘বি ২’ হয়ে গেছি। এটা অবশ্যই হতাশার।’


গ্রুপ 'বি' এর সব খেলা শেষ হওয়ার আগেই আফগানিস্তানকে গ্রুপ চ্যাম্পিয়ন বিবেচনা করে সূচি প্রকাশিত হওয়ায় মূল্যহীন হয়ে পড়েছে বৃহস্পতিবারের বাংলাদেশ-আফগানিস্তারের ম্যাচটি। যার কারণে ম্যাচটি বাংলাদেশিদের জন্য পরিনত হয়েছে পরীক্ষানিরিক্ষা করার ম্যাচে। 


দলের ফ্রন্ট লাইন ক্রিকেটারদের বসিয়ে বেঞ্চ শক্তি মেপে নেয়ার সুযোগ হিসেবে দেখছে টাইগার থিঙ্ক ট্যাঙ্ক। তবে ভারতের বিপক্ষে শুক্রবারের হাই ভোল্টেজ ম্যাচে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল। 


তামিম ইকবাল না থাকায় টপ অর্ডারে তরুন নাজমুল হাসান শান্ত সুযোগ পাবেন। শ্রীলঙ্কার বিপক্ষে স্মরণীয় সেঞ্চুরি করা মুশফিকুর রহিম ও বোলার মুস্তাফিজুর রহমান বিশ্রাম থেকে ফিরবেন ক্ষুধার্ত হয়ে। 


তামিম না থাকায় টপ অর্ডারে বড় ফাঁক থেকে গেলেও সাকিব, মাশরাফি, মাশরাফি ও মাহমুদুল্লাহর অভিজ্ঞতায় ভরসা রাখবে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তানকে হারিয়ে সন্তুষ্ট হতে পারছে না ভারত। পাকিস্তানের বিপক্ষে ভারতের ফ্রন্ট লাইন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ইনজুরির শিকার হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।



promotional_ad

ইনজুরির তালিকা দীর্ঘ করেছেন আক্সার প্যাটেল, শার্দূল ঠাকুরও। টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন এই দুই অলরাউন্ডারও। বদলী হিসেবে দেশ থেকে উড়িয়ে আনা হচ্ছে রবীন্দ্র জাদেজা ও দিপক চাহারকে। বাংলাদেশের বিপক্ষে সেরা একাদশে এই দুইজনের যেকোনো একজনকে দেখা যেতে পারে। 


এদিকে পরপর দুই ম্যাচ খেলা ভুবনেশ্বর কুমারকে বিশ্রাম দিতে ভারত। সেক্ষেত্রে দুয়ার খুলবে তরুন খালেদ আহমেদের। এছাড়া ভারতীয় ক্যাম্পে তেমন কোন পরিবর্তন আসবে না। 


চোখ থাকবে যাদের ওপরঃ 


সাকিব আল হাসানঃ ভারতের বিপক্ষে বড় ম্যাচে বড় তারকা সাকিব আল হাসান নিজের সেরা পারফর্মেন্স দিতে চাইবে। ইনজুরি সমস্যা থাকার পরও খেলে যাওয়া সাকিব আল হাসান দলের জয়ে বড় অবদান রাখতে চাইবে। ভারতের বিপক্ষে বরাবরই ভাল রেকর্ড সাকিবের। 


মাশরাফি বিন মুর্তজাঃ নতুন বলে বরাবরই ধারাবাহিক মাশরাফি বিন মুর্তজা। ভারতের শক্তিশালী টপ অর্ডারের বিপক্ষে মাশরাফির নতুন বলের পারফর্মেন্স বড় ভূমিকা রাখতে বাধ্য। 


মুশফিকুর রহিমঃ শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৪ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলা মুশফিক এক ম্যাচ বিশ্রামের পর ভারতের বিপক্ষে ফিরবেন তিনি। বড় ম্যাচে শতভাগ নিংড়ে দিতে চাইবেন অভিজ্ঞ মুশফিক।


রোহিত শর্মাঃ সাদা বলের ক্রিকেটে বরাবরই ধারবাহিক রোহিতের প্রিয় প্রতিপক্ষ বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে পরপর দুইটি আইসিসি ইভেন্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। সম্প্রতি খেলা নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচেও রানের দেখা পেয়েছিলেন তিনি। 


জাসপ্রিত বুমরাহঃ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাদা বলের ক্রিকেটে ফিরেছেন জাসপ্রিত বুমরাহ। হাই ভোল্টেজ ম্যাচে ফিরেই চিরচেনা পারফর্মেন্স দিয়েছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে নিয়মিত উইকেট শিকার করেছেন তিনি। 


কেদার যাদবঃ পার্ট টাইম অফ স্পিন দিয়ে এশিয়া কাপে ভারতের খেলা দুইটি ম্যাচেই সবার নজর কেড়েছেন তিনি। হংকং ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচে মিডেল ওভারে মিতব্যয়ী বোলিং এর সাথে উইকেট আদায় করে নিয়েছেন তিনি। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালের ম্যাচেও মোড় ঘুরিয়েছিলেন তিনি।



পিচ ও কন্ডিশনঃ


এশিয়া কাপের উইকেট গুলো শুরুতে ব্যাট করা দলের পক্ষে কথা বলছে। প্রচণ্ড গরম ও উইকেটের ক্রমান্বয়ে মৃত আচরণ পরে ব্যাট করা ব্যাটসম্যানদের কাজ কঠিন করে তোলে। ভারতের বিপক্ষেও একই চিত্র দেখা যাবে। দুই অধিনায়কই চাইবেন টসে জিতে শুরুতে ব্যাট করে বড় স্কোর গড়বে। 


বাংলাদেশ দল (সম্ভাব্য একাদশ) -


লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল ইসলাম শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম/মমিনুল হক, মোহাম্মাদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, আবু হায়দার রনি/মুস্??াফিজুর রহমান।


ভারতীয় দল (সম্ভাব্য একাদশ) -


রোহিত শর্মা, শেখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দিনেশ কার্ত্তিক, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, দিপক চাহার, খালেদ আহমেদ, যুগেন্দ্র চাহাল, কুলদিপ যাদব, জাসপ্রিত বুমরাহ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball