অভিষেকে ঝলক দেখাচ্ছেন রনি
ছবি:

আফগানিস্তানঃ ২৮/২ ৬ ওভার
|| ডেস্ক রিপোর্ট ||
আফগানদের বিপক্ষে ওয়ানডেতে চতুর্থ জয় তুলে নিতে বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ দল।

আর বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শুরু হওয়া এই ম্যাচে ইতিমধ্যে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান দলপতি আজগার আফগান।
আর টসে হেরে ফিল্ডিং করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন অভিষিক্ত পেসার আবু হায়দার রনি। ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার ইহসান উল্লাহকে বিদায় করেন তিনি।
মোহাম্মাদ মিথুনের হাতে ৮ রান করে ক্যাচ দিয়ে ফেরেন এই ডানহাতি ব্যাটসম্যান। প্রথম উইকেট হারানোর পর ওপেনার মোহাম্মাদ শেহজাদ এবং রহমত শাহ মিলে দলের হাল ধরার চেষ্টা করলেও আবারও রনির শিকার হয়ে বিদায় নেন রহমত শাহ।
রাউন্ড দা উইকেট থেকে ভিতরে আসা ডিলেভারি খেলতে গিয়ে স্ট্যাম্প ভেঙ্গে যায় তাঁর। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত আফগানিস্তানের স্কোর ৬ ওভারে ২৮ রান ২ উইকেট হারিয়ে।
বাংলাদেশের একাদশঃ লিটন দাস, নাজমুল ইসলাম শান্ত, সাকিব আল হাসান, মমিনুল হক, মোহাম্মাদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তোজা, রুবেল হোসেন, আবু হায়দার রনি , মেহেদি হাসান মিরাজ