হোম কন্ডিশনই আশার আলো দেখাচ্ছে যুবাদের

ছবি: কোচের সঙ্গে পরামর্শে অনূর্ধ্ব ১৯ দল

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আর কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের (২৭ সেপ্টেম্বর) আসর। আর এই দল নিয়ে দারুণ আশাবাদী অনূর্ধ্ব-১৯ দলের প্রধান নির্বাচক হান্নান সরকার।
আসরে বাংলাদেশ দলের সম্ভাবনা নিয়ে দারুণ আশাবাদী তিনি। মূলত যুবাদের পারফর্মেন্সেই সপ্ন দেখছেন তিনি। 'অনূর্ধ্ব ১৯ দলের আমাদের এই ব্যাচটিতে অভিজ্ঞ ক্রিকেটার বলতে এখন শরিফুল রয়েছে যে এইচপি বা 'এ' দলে খেলেছে।
'গত বছরের প্রিমিয়ার লীগেও ভাল খেলেছে। আর বাকি ক্রিকেটারদের অনেকেই কিন্তু প্রথম কিংবা দ্বিতীয় বিভাগে ভাল খেলে অনূর্ধ্ব ১৯ স্কোয়াডে এসেছে। তারা প্রতিভাবান ক্রিকেটার এতে কোন সন্দেহ নেই।'

যদিও ম্যাচ কম খেলার হতাশা ঝরছে তার কণ্ঠে। বুধবার দিন মিডিয়ার সামনে তিনি জানিয়েছেন, 'প্রতিযোগিতা মূলক ক্রিকেট হয়ত বেশি খেলা হয়নি। খুলনায় আমরা একটি ম্যাচ খেলেছিলাম, চিটাগাংয়ে একটি ম্যাচ খেললাম।
'সেই প্রস্তুতির মাধ্যমে একটি ধারণা করা যাচ্ছে যে দলটি ভাল চ্যালেঞ্জিং। ভবিষ্যতে তারা ভাল করবে। এখন যা করছে খারাপ না, তবে প্রতিযোগিতা মূলক ক্রিকেটে উঠে আসতে তাদের আরো একটু সময় লাগবে।'
এই আসরের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে। এছাড়াও চট্টগ্রাম ও কক্সবাজারের আরও দুটি ভেন্যুতে খেলা হবে। ঘরের মাটিতে আরও বেশি আত্মবিশ্বাসী এই নির্বাচক,
'এশিয়া কাপ যেহেতু আমাদের ঘরের মাটিতে হচ্ছে, চিটাগাংয়ের আমরা প্রস্তুতি নিচ্ছি। আমার মনে হয় ভাল কিছু একটা আশা করতে পারি। প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে যখন খেলতে নামবো তখন একটি ধারণা পাব যে আমাদের দলটি কি অবস্থায় আছে এবং এশিয়া কাপে আমরা কেমন করতে পারি।'
উল্লেখ্য, দুটি গ্রুপে বিভক্ত হয়ে মোট আটটি দল লড়বে জুনিয়র ক্রিকেটারদের এই আসরে। ৮ই অক্টোবরের ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই আসর। বাংলাদেশ ছাড়া আসরের বাকি দলগুলো হচ্ছে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান, নেপাল, হংকং এবং আরব আমিরাত।