promotional_ad

এমন সূচিতে পাগলও হতাশ হবে- মাশরাফি

মাশরাফি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামীকাল এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট। কিন্তু অবাক করা বিষয় হলো আফগানদের হারালে কার্যত চ্যাম্পিয়ন হওয়ার কথা থাকলেও রানার্স আপ হয়েই থাকতে হবে টাইগারদের!   


কারণ শেষ ম্যাচ হওয়ার আগেই সুপার ফোরের সূচি নির্ধারণ করে ফেলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যেখানে দেখা যাচ্ছে ভারতের বিপক্ষে ২১ তারিখ সুপার ফোরের ম্যাচে দুবাইয়ে খেলতে নামবে বাংলাদেশ। এসিসির এই সিদ্ধান্তের পেছনে যে কলকাঠি নেড়েছে মোড়ল দেশ ভারতই সেটি আর বলার অপেক্ষা রাখে না।


কেননা ভ্রমণ ক্লান্তি কমাতে দুবাই থেকে আবুধাবিতে যেতে রাজি নয় তারা। ভারতকে সুবিধা দিতেই মূলত আগেভাগে সূচি প্রকাশ করে দিয়েছে তারা। এসিসির এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই যারপরনাই হতাশ টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেছেন,


'আমরা এখানে একটি পরিকল্পনা নিয়ে এসেছিলাম। আমরা জানতাম যে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে জয় পেলে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গ্রুপ 'এ' এর রানার্স আপ দলের সাথে খেলব সুপার ফোরে। কিন্তু আজ সকালে আমরা শুনলাম আগামী কালের ম্যাচে হারি কিংবা জিতি সেটি না দেখেই আমাদের গ্রুপ 'বি' এর রানার্স আপ হিসেবে ঠিক করে ফেলা হয়েছে। সুতরাং অবশ্যই এটি হতাশাজনক।'  


মাশরাফি আরও যোগ করেন,  'আমরা খেলব- অবশ্যই এটি একটি আন্তর্জাতিক ম্যাচ যেখানে আমরা আমাদের জাতীকে প্রতিনিধিত্ব করছি। সুতরাং অবশ্যই এটি গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি যদি গ্রুপ পর্বের কথা কিংবা সুপার ফোরের ম্যাচের কথা বলেন, তাহলে অবশ্যই সেখানে কিছু নিয়ম থাকার কথা। কিন্তু আমরা সেই নিয়মের বাইরে। সুতরাং এটি আসলেই হতাশার। এক্ষেত্রে একজন পাগলও হতাশ হবে।' 


এশিয়া কাপের পরিবর্তিত সূচি :


২১ সেপ্টেম্বর শুক্রবার



promotional_ad

ভারত বনাম বাংলাদেশ (দুবাই)


পাকিস্তান বনাম আফগানিস্তান (আবুধাবি)


২৩ সেপ্টেম্বর রবিবার


ভারত বনাম পাকিস্তান (দুবাই)


বাংলাদেশ বনাম আফগানিস্তান (আবুধাবি)


২৫ সেপ্টেম্বর মঙ্গলবার


ভারত বনাম আফগানিস্তান (দুবাই)


২৬ সেপ্টেম্বর বুধবার



বাংলাদেশ বনাম পাকিস্তান (আবুধাবি)


২৮ সেপ্টেম্বর শুক্রবার


ফাইনাল (দুবাই)


 


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball