promotional_ad

না থাকার দলে মুশফিকও?

ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইনফর্ম উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে বিশ্রাম দেয়ার চিন্তাভাবনা করছে টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচে জয় পাওয়ায় দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়েছে বাংলাদেশের। 


তাই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে মুশফিককে বিশ্রাম দিতে পারে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে পাঁজরের ব্যথা নিয়ে খেলেছিলেন মুশফিক, ১৪৪ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেছিলেন তিনি।


টানা ম্যাচের ধকল থেকে মুক্তি দিতেই মুশফিককে বিশ্রাম দিতে পারে ম্যানেজমেন্ট। কারণ আগামী ২০ তারিখ বৃহস্পতিবার, আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ ম্যাচ খেলার পর দিনই ভারতের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।



promotional_ad

এদিকে মুশফিকের জায়গায় বদলী হিসেবে সুযোগ মিলতে পারে মমিনুল হকের। মমিনুল হক সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৫ বিশ্বকাপে, শ্রীলঙ্কার বিপক্ষে। টি-টুয়েন্টিতে সর্বশেষ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছিলেন ২০১৪ সালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। 


এবারের এশিয়া কাপে দলে জায়গা পেলে সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাইবেন না মমিনুল। মমিনুলের সামর্থ্যে আস্থা আছে কোচ স্টিভ রোডসেরও। বুধবার ডেইলি স্টারকে তিনি বলেছেন, 


'টেস্টে মমিনুল দারুন সফল ব্যাটসম্যান। ঘরের মাঠে তাঁর রেকর্ড এককথায় অতুলনীয়। আন্তর্জাতিক পর্যায়ে রান করতে যা দরকার, তা সে দেখিয়ে দিয়েছে। তাঁকে ওয়ানডে দলে ফিরতে দেখে ভাল লাগছে। যদি কেউ ভাল প্লেয়ার হয় তাঁর উচিত তিন ফরম্যাটেই খেলা, আর আমি বিশ্বাস করি সে পারবে।'


এছাড়া ওপেনিংয়ে তামিম ইকবাল ছিটকে পড়ায় জায়গায় সুযোগ পেতে পারেন তরুন টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত। গত কয়েক সিরিজ ধরে বাংলাদেশ দলের স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন তিনি। দেশের হয়ে একটি টেস্ট ম্যাচ খেললেও এখন পর্যন্ত ওয়ানডে খেলা হয়নি তাঁর। এবারের এশিয়া কাপের বড় মঞ্চেই হতে পারে শান্তর অভিষেক।



তরুন নাজমুল হাসান শান্তকে সাম্প্রতিক সময়ে কাছ থেকে দেখে বেশ আত্মবিশ্বাসি মনে হয়েছে এই ইংলিশ ম্যানের। বিশ্বাস করে, মমিনুল অথবা শান্ত, দলের হয়ে সুযোগ পেলে হতাশ করবেন না।


'শান্ত একটু ভিন্ন ধাঁচের প্লেয়ার। সে তরুন, খুব বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলে নি। মমিনুলের তুলনায় সে কিছুটা ভিন্ন, তবে শান্তর মধ্যে আত্মবিশ্বাসের একটি ব্যাপার আছে। শেষ কয়েক মাসে তাঁর খেলায় বেশ পরিবর্তন এসেছে। সে এখন ভাল অবস্থায় আছে, বিশ্বাস করি সে যদি সুযোগ পায় তাহলে ভালোই করবে সে, একই কথা মমিনুলের জন্যও।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball