বিশ্রামে মাশরাফিরা

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
সুপার ফোর নিশ্চিত হলেও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচকে গুরুত্বের সাথে নিচ্ছে বাংলাদেশ দল। কারন এই ম্যাচে জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাবে মাশরাফি বাহিনী।
এদিকে শ্রীলংকার বিপক্ষে জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে আছে টাইগাররা। ধারাবাহিকতা ধরে রেখেই সুপার ফোরে খেলতে যেতে চায় সাকিব-মুশফিকরা।

সোমবার ম্যাচের আগে অনুশীলনে নিজেদেরকে ঝালাই করে নিয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। অতিরিক্ত গরমের কারণে ফ্লাড লাইটের আলোতে অনুশীলন চালিয়েছেন তাঁরা।
বাংলাদেশ দলের সব ক্রিকেটার অনুশীলনে ঘাম ঝরালেও এদিন প্র্যাক্টিস করেন নি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। এখনও ইনজুরি সমস্যা থাকায় বিশ্রামে কাটিয়েছেন তিনি।
আর ম্যাচের আগের দিন দলের ক্রিকেটারদের জন্য কোন প্রকার অনুশীলন রাখা হয়নি। পুরোদিন বিশ্রামে কাটিয়েই আফগানদের বিপক্ষে ম্যাচের আগে মাঠে নামবেন তাঁরা।
বৃহস্পতিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি।