সাফল্যের ঔষধ 'নিয়মতান্ত্রিক' খেলা
ছবি: মেহেদী হাসান মিরাজ

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সফল একটি সিরিজ কাটিয়ে আসার পর পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই আরব আমিরাতে গিয়েছিল বাংলাদেশ। ক্যারিবিয়ানদের সাথে যেখানে শেষ করেছিল টাইগাররা, ঠিক সেখান থেকেই লঙ্কানদের হারিয়ে এশিয়া কাপের মিশন শুরু করেছে তারা।
পূর্ব পরিকল্পনা করে নয়, বরং বলা যায় সবকিছু নিয়মতান্ত্রিকভাবে হওয়ার কারণেই এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়েছে টাইগারদের। বাংলাদেশ ক্রিকেট দলের অফ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও স্বীকার করেছেন বিষয়টি। তিনি বলেছেন,
'হারাতেই হবে পরিকল্পনা করে নামলে আসলে হয় না। একটা প্রসেসের মধ্যে থাকতে হয় আসলে। আসলে প্রতিটা জিনিসই প্রসেসের মধ্যে থাকতে হবে। প্রসেসের বাইরে গেলে হবে না।'

সোমবার শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপ থেকে বিদায় করে দিয়েছে আফগানিস্তান ক্রিকেট দল। এই ম্যাচের প্রায় পুরোটা জুড়েই আফগানদের আধিপত্য দেখা গিয়েছিল প্রকটভাবে।
বুধবার আফগানদের বিপক্ষে মাঠে নামার আগে তাই তাদেরকে কোনভাবেই হেলাফেলার চোখে দেখছে না টিম বাংলাদেশ। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে গণমাধ্যমে কথা বলা মিরাজ বলেন,
'আফগানিস্তানকে ছোট করে দেখার কিছু নেই বা বড় করেও দেখার কিছু নেই। দিন শেষে আমাদের যা আছে, নিজেদের সাধ্য মতো দিয়ে চেষ্টা করবো। ব্যাটিং-বোলিংয়ের প্রসেসের মধ্যে করবো। আসলে প্রতিটা জিনিসই প্রসেসের মধ্যে থাকতে হবে। প্রসেসের বাইরে গেলে হবে না।'
মানসিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী একটি দল এখন বাংলাদেশ। এশিয়া কাপের প্রথম ম্যাচে জয়ের পর তাঁদের আত্মবিশ্বাসের পারদটি আরও বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ।
সুতরাং বাড়তি চাপ না নিয়ে একটি নিয়মতান্ত্রিক উপায়ে খেলাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন তরুণ মিরাজ। তাঁর ভাষায়, 'আমরা সবাই মানসিকভাবে শক্ত আছি। প্রসেসের মধ্যে আছি। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। বাড়তি চাপ নিচ্ছি না আমরা।'