মর্মাহত তামিম

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
ভাঙ্গা হাত নিয়ে মুশফিককে সঙ্গ দেয়ার সময়ই তামিম জানতেন যে এশিয়া কাপে আর খেলা হচ্ছেনা তাঁর। তারপরও এই অবস্থায় দলের জন্য যতটুক অবদান রাখা যায় সেটাই চেষ্টা করেছেন তিনি।
শ্রীলংকার বিপক্ষে জয়ের পর বাংলাদেশ দল যখন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে তখন দেশের উদ্দেশ্যে বিমান ধরছেন তামিম।
আর দল ছেড়ে আসার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তামিম জানিয়েছেন, পুরো টুর্নামেন্টে ভালো খেলার উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু হতাশ হয়ে দেশে ফিরতে হচ্ছে তাকে।

'এখন আমিই একমাত্র জানি, আমার কতটা খারাপ লাগছে। টুর্নামেন্টটির জন্য নিজেকে অনেক ভালোভাবে প্রস্তুত করেহিলাম। কিন্তু এই অবস্থায় আমাকে দেশে ফিরতে হচ্ছে হতাশ হয়ে। মনটাই ভেঙ্গে গিয়েছে একদম।'
এদিকে ইনজুরি আক্রান্ত তামিমকে প্রথম ১০-১২দিন খুব সতর্ক থাকতে হবে। যদি হাড় ঠিকভাবে জোড়া না লাগে তাহলে অপারেশন করাতে হতে পারে তাঁর।
দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, অন্তত তিন থেকে চার সপ্তাহ লেগে যাবে বাঁহাতি এই ব্যাটসম্যানের। তিনি বলেন,
'তামিমের হাতে দই জায়গায় চিড় ধরেছে। এই অবস্থায় সে দেশে ফিরে যাচ্ছে, তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি। আশা করি শীঘ্রই সে মাঠে ফিরবে।'
উল্লেখ্য যে, তামিম দেশে ফিরে আসায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে নাজমুল ইসলাম শান্তকে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি।