'বিশ্রাম নিয়ে খেলুক সিনিয়ররা'

ছবি: সাকিব, তামিম

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে বড় জোর আর চার থেকে পাঁচ বছর খেলবেন মাশরাফি, মাহমুদুল্লাহ, মুশফিকদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। এরপরে দলের হাল কারা ধরবেন সেটি ভবিষ্যতের ব্যাপার।
তবে এই চার পাঁচ বছর সময়ের মধ্যে সাকিব, মাশরাফিরা দলের জন্য যেন সেরাটা দিতে পারে সেটাই এখন নিশ্চিত করা উচিৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বলে মনে করছেন দেশের অভিজ্ঞ কোচ এবং নারী ক্রিকেট দলের মেন্টর নাজমুল আবেদিন ফাহিম।

তাঁর মতে সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে আরও কয়েক বছর সার্ভিস পেতে হলে তাঁদেরকে মাঝে মাঝে বিশ্রাম দিতে হবে।
আর এই বিশ্রাম দেয়ার কাজটি করতে হবে বিসিবিকেই বলে মনে করেন ফাহিম। সেক্ষেত্রে দলের কম্বিনেশন কি হবে সেটাও মাথায় রাখতে হবে। ফাহিম বলেন,
'এটা (বিশ্রাম) তো নিশ্চয়ই বোর্ড বিবেচনা করবে। এদেরকে নিয়ে তো আমরা দুই-তিন কিংবা ছয় মাসের কথা ভাবছি না। এরা আরও চার-পাঁচ বছর খেলবে, কমপক্ষে। সেই পুরোটা সময় যেন তাঁরা ভাল ক্রিকেট খেলতে পারে, সে জন্য যেটা করণীয় সেটা করতে হবে।'
সাকিব তামিমদের এই কোচ আরও যোগ করেন, 'একটি নির্দিষ্ট সিরিজে কাউকে বিশ্রাম দেয়া যায় কিনা, দিলে দলের কম্বিনেশনের কি হবে এইসব তো ভাবতে হবে। দীর্ঘসময় ধরে যদি তাদের আমরা চাই, তাহলে খুব যত্ন করে তাদের ব্যবহার করতে হবে।'