সর্ব নিম্ন দলীয় স্কোরে লঙ্কানরা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে অভূতপূর্ব এক পারফর্মেন্সই উপহার দিয়েছে টিম বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে তিন বিভাগেই কারিশমা দেখিয়ে তাদের অলআউট করে দিয়েছে ১২৪ রানেই।
আর এর সুবাদে ১৩৭ রানের বিশাল এক জয় নিয়েই মাঠ ছাড়তে সক্ষম হয় মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন টাইগাররা। বাংলাদেশের ছুঁড়ে দেয়া ২৬৩ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১২৪ রানে গুঁটিয়ে গিয়েছিল ম্যাথিউসদের ইনিংস। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত এটাই লঙ্কানদের সর্বোনিম্ন স্কোর।
আর পরাজয়ের ব্যবধানের দিক থেকে এটি দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে চলতি বছরে দেশের মাটিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কাকে ১৬৩ রানে হারিয়েছিল বাংলাদেশ। সেবার টাইগারদের ছুঁড়ে দেয়া ৩২১ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১৫৭ রান অলআউট হয়েছিল লঙ্কানরা।

এছাড়াও ২০০৯ সালে মিরপুরের মাঠে ১৪৭ রানে অলআউট হওয়ার নজীর ছিল লঙ্কানদের। সেবার ৫ উইকেটের ব্যবধানে জয়ের দেখা পেয়েছিল টাইগাররা। ২০১৪ সালেও লঙ্কানদের ২০০ এর নিচে অলআউট করতে সক্ষম হয়েছিল বাংলাদেশ।
সেবার অবশ্য অ্যাঞ্জেলো ম্যাথিউসদের দলকে ১৮০ রানে গুঁটিয়ে দিয়েও জয়ের দেখা পায়নি টাইগাররা। লঙ্কানদের বোলিং তোপে মাত্র ১৬৭ রানে অলআউট হয়ে গিয়েছিল লাল সবুজের দেশটি। ফলে ১৩ রানে পরাজিত হয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে শ্রীলঙ্কার সর্বনিম্ন স্কোর-
১। ১২৪- দুবাই (১৩৭ রানে পরাজিত)- ২০১৮ সাল
২। ১৪৭- মিরপুর (৫ উইকেটে পরাজিত)- ২০০৯ সাল
৩। ১৫৭- মিরপুর (১৬৩ রানে পরাজিত)- ২০১৮ সাল
৪। ১৮০- মিরপুর (১৩ রানে জয়)- ২০১৪ সাল