পাদপ্রদীপের আলোয় থাকছেন তিন টাইগার

ছবি: বাংলাদেশ দল

|| ডেস্ক রিপোর্ট ||
আর মাত্র কয়েক ঘন্টা পরই এশিয়া কাপের মহারণে মাঠে নামছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। মাঠের এই লড়াইয়ে কারা জিতবে সেটি জানার জন্য অপেক্ষা করতে হবে আজকের দিনটি পর্যন্ত।
তবে এই ম্যাচে টাইগারদের পক্ষে তুরুপের তাস কারা হতে পারে সেটি ধারণা করে নেয়াই যায়। যেসব টাইগার ক্রিকেটারদের প্রতি আজ পাদপ্রদীপের আলো থাকবে তাঁদেরকে নিয়েই এই আয়োজন-
১। তামিম ইকবাল- চলতি বছর ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। এই বছর দেশের হয়ে ৮ ম্যাচে ৮৯.৮৩ গড়ে ৫৩৯ রান সংগ্রহ করেছেন তিনি। যেখানে রয়েছে ২টি শতক এবং ৪টি অর্ধশতক।
সুতরাং আজকের ম্যাচে যে অভিজ্ঞ এই ব্যাটসম্যানের দিকেই তাকিয়ে থাকবে লাল সবুজের দেশ সেটি বলাই বাহুল্য। তার ওপর পিএসএলের কারণে আরব আমিরাতে এর আগেও খেলার অভিজ্ঞতা রয়েছে তামিমের।

ফলে উইকেট সম্পর্কে ভালোই ধারণা আছে তাঁর। শুধু তাই নয়, শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত ২০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই ওপেনারের। হাঁকিয়েছেন ২টি শতক এবং ৪টি অর্ধশতক। চলতি বছর দেশের মাটিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লঙ্কানদের বিপক্ষে ৮৪ রানের দারুণ একটি ইনিংস রয়েছে তামিমের।
২। সাকিব আল হাসান- ওয়ানডে ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা নিয়েই আরব আমিরাতে পা রেখেছেন সাকিব আল হাসান। লঙ্কানদের বিপক্ষে সেরা অলরাউন্ডারের মতোই খেলতে চাইবেন তিনি। চলতি বছর ৮ ম্যাচে ৫০.৪২ গড়ে ৩৫২ রান সংগ্রহ করেছেন সাকিব। যেখানে হাঁকিয়েছেন ৪টি অর্ধশতক।
ব্যাট হাতেই শুধু নয়, বল হাতেও দারুণ উজ্জ্বল ছিলেন এই টাইগার অলরাউন্ডার। ৮ ম্যাচে ৪.৯৬ ইকোনমি রেটে ১১ উইকেট শিকার করেছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তাঁর অভিজ্ঞতা রয়েছে ২১টি ম্যাচ খেলার।
যেখানে তিনি ৬টি অর্ধশতক সহ ৩৫.৭০ গড়ে রান করেছেন ৬০৭। আর ৪.৭৩ ইকোনমি রেটে নিয়েছেন ১৪টি উইকেট। চলতি বছর ত্রিদেশীয় সিরিজে লঙ্কানদের বিপক্ষে ৬৭ রানের একটি ইনিংস খেলেছিলেন সাকিব।
অপরদিকে বল হাতে শিকার করেছেন ৩ উইকেট। সুতরাং আজকের ম্যাচে সাকিবের 'সাকিব' হয়ে ওঠা দেখার জন্যই এখন অধীর আগ্রহে প্রতীক্ষাতে আছে দেশের কোটি ক্রিকেট ভক্ত।
৩। মাশরাফি বিন মর্তুজা- টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কথা নতুন করে বলার কিছু নেই। শুধু বাংলাদেশেই নয়, পুরো বিশ্ব ক্রিকেটেই বর্তমানে নড়াইল এক্সপ্রেসের সমাদর আকাশচুম্বী।
নিজের অসাধারণ অধিনায়কত্বের মাধ্যমেে সকলের মন এরই মধ্যে জয় করে নিয়েছেন ম্যাশ। তাঁর অধীনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত ওয়ানডে সিরিজে দারুণ জয় পেয়েছিল লাল সবুজের দেশ। এবার এশিয়া কাপেও কারিশমা দেখাতে প্রস্তুত মাশরাফি।
এখন পর্যন্ত চলতি বছর ৮টি ওয়ানডে খেলেছেন টাইগার কাপ্তান। যেখানে বল হাতে তাঁর শিকার ৪.৫৫ ইকোনমি রেটে ১৩টি উইকেট। লঙ্কানদের বিপক্ষে মোট ২১টি ম্যাচ খেলেছেন মাশরাফি এখন পর্যন্ত। যেখানে তিনি তুলে নিয়েছেন মোট ২৪টি উইকেট। আর ৩ ম্যাচে এই বছর ৩ উইকেট নিয়েছেন তিনি।