মাশরাফি-সাকিবদের নতুন জার্সি উন্মোচন

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপ শুরুর ঠিক দুইদিন আগে নতুন জার্সি উন্মোচন করলো বাংলাদেশ দল। গেল সপ্তাহে নতুন স্পন্সর ইউনিলিভারের সঙ্গে চুক্তির পর এশিয়া কাপের জন্য নতুন জার্সি উন্মোচন করে টাইগাররা।
নিদাহাস ট্রফি এবং উইন্ডিজদের মাটিতে অনুষ্ঠিত সিরিজে পরিধানকৃত জার্সির সঙ্গে নতুন জার্সির বেশ মিল রয়েছে। আগের স্পন্সর রবির পরিবর্তে বসেছে ইউনিলিভার বাংলাদেশের দ্রব্য লাইবয়ের নাম।
সেই সঙ্গে লোগোর উপরের বাম সাইডে রয়েছে ব্র্যাক ব্যাঙ্কের লোগো। এই জার্সি গায়ে দিয়েই শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে মাশরাফিরা।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, লাইফবয় বাংলাদেশে তাদের অফিসিয়াল পেইজে নতুন জার্সি উন্মোচনের বিষয়টি নিশ্চিত করেছে।
দেড় বছরের জন্য বাংলাদেশ দলের স্পন্সর হিসেবে চুক্তি করেছে ইউনিলিভার গ্রুপ। গেল বৃহস্পতিবার নতুন স্পন্সর হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে কোম্পানিটি।
আসছে এশিয়া কাপ দিয়েই শুরু হবে চুক্তির মেয়াদ, যদিও গত সপ্তাহ থেকেই টাইগাররা ইউনিলিভার গ্রুপের লাইফবয়ের লোগো সহ জার্সি পরিধান করে অনুশীলন করেছেন।
চুক্তির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৩১ই জানুয়ারি। চুক্তি সম্পন্ন হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেছিলেন,
'ইউনিলিভার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একটি ব্র্যান্ড যার পূর্বের রেকর্ডও অনেক ভালো। বিসিবির পক্ষ থেকে আমি ইউনিলিভার বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি সামনে এগিয়ে আসার জন্য এবং ক্রিকেটে অবদান রাখার উদ্যোগ গ্রহণ করার জন্য। আশা করি আমাদের মধ্যে দীর্ঘ দিনের একটি সহযোগিতার সম্পর্কে খুলে গেল।'
উল্লেখ্য যে, শনিবার নতুন জার্সি পরিধান করে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি। এরপর ২০ তারিখ গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে মাঠে নামবে মাশরাফিরা।