'লোয়ার অর্ডারের যোগ্য ব্যাটসম্যান নেই বাংলাদেশে'

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বেশ কিছুদিন থেকেই বাংলাদেশের ক্রিকেটে লোয়ার অর্ডার একটি বড় সমস্যার নাম। এমনও অনেক ম্যাচ গিয়েছে যেখানে নিচের সারির ব্যাটসম্যানেরা রান করতে পারেননি বিধায় জয়ের খুব কাছে গিয়েও পরাজয় বরণ করতে হয়েছে টাইগারদের।
এখন প্রশ্ন হল এই সমস্যার পেছনে মূল কারণটি আদতে কি? দেশের অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাউদ্দিন এই প্রশ্নেরই একটি ব্যাখ্যা দিয়েছেন সাংবাদিকদের। তাঁর মতে দেশে লোয়ার অর্ডারে ব্যাটিং করার মতো পারদর্শী ক্রিকেটার খুব বেশি তৈরি হচ্ছে না মূলত ঘরোয়া ক্রিকেটের কাঠামোর কারণে। এই ধরণের ব্যাটসম্যান তৈরি করতে হলে ক্রিকেটারদের আরও সুযোগ দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সালাউদ্দিন বলেছেন,

'আমাদের দেশে খুব কম ছেলে আছে এই 'পজিশনের জন্য যোগ্য। আমাদের ঘরোয়া ক্রিকেটের খেলার কাঠামোর কারণেই এমন প্লেয়ার তৈরি হয় না। এই জন্যই ছয়, সাত ও আট নম্বরের ব্যাটসম্যান গড়ে ওঠে না। এই পজিশনের জন্য ভাল ব্যাটসম্যান তৈরি করতে হলে তাঁকে অনেক সুযোগ দিতে হবে।'
সুযোগ দেয়া বলতে একটি কিংবা দুইটি ম্যাচের কথা বলেননি সালাউদ্দিন। বরং একটি নির্দিষ্ট পজিশনের জন্য একজন ব্যাটসম্যানকে চূড়ান্ত করতে হলে দীর্ঘ সময় প্রয়োজন বলে বিশ্বাস করেন এই অভিজ্ঞ কোচ। তাঁর ভাষ্যমতে, 'একটা দুইটা ম্যাচ সুযোগ দিয়ে বলে দিবেন যে সে পারে না, তা কিন্তু নয়। তাঁকে যদি সেই পজিশনে খেলাতে চান, তৈরি করতে চান,তাহলে তাঁকে যথেষ্ট সুযোগ দিতে হবে।'
লোয়ার অর্ডার নিয়ে বাংলাদেশ যেমন দীর্ঘকাল থেকে ভুগছে ঠিক মুদ্রার উল্টো পিঠ ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোর ক্ষেত্রে। পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাবে তাঁদের অনেক সাফল্যই এসেছে এই লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ের কারণে। সুতরাং বিশ্ব ক্রিকেটে টিকে থাকতে হলে বাংলাদেশকেও নিচের সারির ব্যাটসম্যানদের প্রতি গুরুত্ব দিতে হবে তা বলাই বাহুল্য।