promotional_ad

এভাবে মমিনুলকে দলে চান নি সালাউদ্দিন

ছবি - ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


এশিয়া কাপের স্কোয়াডে মমিনুল হকের সুযোগ পাওয়ার প্রক্রিয়া পছন্দ হয়নি মমিনুল হকের মেন্টর সালাউদ্দিনের। টপ অর্ডার ব্যাটসম্যানদের ইনজুরির কারণে স্কোয়াডে ব্যাকআপ প্লেয়ার হিসেবে সুযোগ মিলেছে তাঁর।


মমিনুল মূল স্কোয়াডে সরাসরি সুযোগ না পাওয়ার দাবীদার হয়ে উঠুক, এটাই সালাউদ্দিনের চাওয়া। 'সে এবার যেভাবে দলে সুযোগ পেয়েছে, এটাতে আমি খুব একটা খুশি না। তাঁর সুযোগ পাওয়ায় ক্ষেত্রে কোন ফিফটি ফিফটি চান্স থাকতে পারবে না।,' মিরপুরে বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন সালাউদ্দিন।



promotional_ad

'সে যেন দলে সরাসরি সুযোগ পায়, এটা তাঁর জন্য তাঁর আত্মবিশ্বাসের জন্য কাজে দিবে। তাঁর পারফর্ম করতেও সুবিধা হবে। এখনো যদি সামর্থ্যে প্রশ্নে থাকে, তাহলে বুঝতে হবে সে সামর্থ্যের পুরোটা দিতে পারছে না। এর মানে তাঁর আরও অনেক কিছুতে উন্নতি করার জায়গা আছে এবং এগুলো তাকে করতেই হবে।' 


মিরপুরে এশিয়া কাপের অনুশীলন ক্যাম্প চলাকালীন সময়ে আঙ্গুলে ব্যথা পেয়েছিলেন দুই টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল ইসলাম শান্ত ও তামিম ইকবাল। ইনজুরি ঝুঁকি মাথায় রেখেই পরিবর্তিতে স্কোয়াডে রাখা হয় মমিনুলকে।


এর আগে বাংলাদেশ এ দলের হয়ে আয়ারল্যান্ডে বড় স্কোর গড়ে শিরোনামে এসেছেন এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান। টেস্টে নিয়মিত মমিনুল আয়ারল্যান্ডে বিধ্বংসী ইনিংস খেললেও মূল স্কোয়াডে সরাসরি সুযোগ পান নি। 



তবে সালাউদ্দিন মনে করেন, দেশের হয়ে শুধু টেস্টে নয়, ওয়ানডেতেও নিয়মিত খেলার সামর্থ্য রাখেন ২৫ বছর বয়সী মমিনুল। 'সে যেহেতু আয়ারল্যান্ডে ভাল করেছে, তারপর এখানে সুযোগ পেয়েছে... এটা তাঁর জন্য ভাল দিক। তারপরও আমি বলব তাঁর অনেক উন্নতি করার জায়গা আছে, ওয়ানডেতে নিয়মিত ভাল করার জন্য। 


'আমি আশা করি সে আরও দুইটি ফরম্যাটে দেশের হয়ে খেলবে। তাঁর সামর্থ্য নিয়ে আমার কোন সন্দেহ নেই। তবে উন্নতির অনেক জায়গা আছে। এটা আরও পরিশ্রম করলে উন্নতি করতে পারবে।,' বলেছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball