এশিয়া কাপে আফগানদের থেকেও পিছিয়ে বাংলাদেশ!

ছবি: বাংলাদেশ ক্রিকেট দল, ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপের ইতিহাসে এখন পর্যন্ত মোট ৩৭টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কিন্তু এই ৩৭ ম্যাচে খুব বেশি সাফল্যের মুখ দেখেনি টাইগাররা।
এখন পর্যন্ত মাত্র ৪টি তে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। আর পরাজিত হয়েছে ৩৩টিতেই। ফলে তাঁদের জয়ের শতাংশ ১০.৮১ ভাগ।
এক্ষেত্রে অবশ্য আফগানিস্তান এবং হংকংয়ের ওপরে অবস্থান করছে লাল সবুজের দেশটি। এখন পর্যন্ত ৪টি এশিয়া কাপের ম্যাচের ১টিতে জয় লাভ করেছে আফগানরা।
ফলে তাঁদের জয়ের পরিমাণ ২৫ শতাংশ। সেদিক থেকে বাংলাদেশের থেকে এগিয়ে আছে আফগানরা। অপরদিকে হংকংও খেলেছে ৪টি ম্যাচ।
যেখানে তারা হেরেছে সবকয়টিতেই। আর এই কারণে তাঁদের জয়ের পরিমাণ শুন্য শতাংশ।

সবথেকে বেশি জয়ের শতাংশের দিক থেকে সবার ওপরে আছে শ্রীলঙ্কা। মোট ৪৮টি ম্যাচ খেলে ৩৪টিতেই জয়ের মুখ দেখেছে তারা। ৭০.৮৩ শতাংশ জয়ের পরিমাণ তাদের।
তালিকার দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছে যথাক্রমে ভারত এবং পাকিস্তান। ৪৩ ম্যাচে ২৬টিতে জয় পাওয়ায় ভারতের জয়ের শতাংশ ৬১.৯০।
আর পাকিস্তান এখন পর্যন্ত ৪০টি এশিয়া কাপের ম্যাচে জিতেছে ২৪টিতে। এই কারণে তাদের সাফল্যের পরিমাণ ৬১.৫৩।
এশিয়া কাপে জয় পরাজয়ের পরিসংখ্যান-
১। শ্রীলঙ্কা- (ম্যাচ-৪৮টি, জয় ৩৪টি, পরাজয়- ১৪টি)- জয়ের শতাংশঃ ৭০.৮৩%
২। ভারত- (ম্যাচ- ৪৩টি, জয় ২৬টি, পরাজয়-১৬টি), জয়ের শতাংশঃ ৬১.৯০%
৩। পাকিস্তান- (ম্যাচ- ৪০টি, জয় ২৪টি, পরাজয়-১৫টি), জয়ের শতাংশঃ ৬১.৫৩%
৪। বাংলাদেশ- (ম্যাচ- ৩৭টি, জয় ৪টি, পরাজয়-৩৩টি), জয়ের শতাংশঃ ১০.৮১%
৫। আফগানিস্তান- (ম্যাচ- ৪টি, জয় ১টি, পরাজয়-৩টি), জয়ের শতাংশঃ ২৫.০%
৬। হংকং- (ম্যাচ- ৪টি, জয় ০ টি, পরাজয়-৪ টি), জয়ের শতাংশঃ ০%