এশিয়া কাপ সম্প্রচার করা চ্যানেলের তালিকা

ছবি: এশিয়া কাপ

|| ডেস্ক রিপোর্ট ||
আরব আমিরাতের মাঠে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ টুর্নামেন্টের সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে দেশীয় চ্যানেল গাজি টিভির।
আর উপমহাদেশের বাকি দেশগুলো অর্থাৎ ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, পাকিস্তান, মালদ্বীপ এবং ভুটানের দর্শকেরা খেলা দেখতে পারবেন স্টার স্পোর্টসে।

পাশাপাশি হটস্টারের মাধ্যমে অনলাইনেও এশিয়া কাপের খেলা দেখতে পারবেন ক্রিকেট প্রেমীরা।
এদিকে দক্ষিণ আফ্রিকায় টুর্নামেন্টের খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে সুপার স্পোর্টস। সুপার স্পোর্টসের অনলাইন সাইটেও খেলাটি দেখানো হবে।
মধ্য প্রাচ্য এবং উত্তর আফ্রিকায় অবস্থান করা দর্শকেরাও খেলাগুলো সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ পাচ্ছেন। সেখানে সম্প্রচারের দায়িত্বে থাকছে ওএসএন স্পোর্টস ক্রিকেট এইচডি।
এছাড়াও যুক্তরাষ্ট্রে উইলো টিভি এবং যুক্তরাজ্যে স্কাই স্পোর্টসের মাধ্যমে খেলা দেখতে পারবেন সেখানকার দর্শকেরা। আর অস্ট্রেলিয়ায় ফক্স স্পোর্টস সম্প্রচার করবে খেলাগুলো।
দেখে নিন এশিয়া কাপ সম্প্রচার করা চ্যানেলগুলোর তালিকা-
বাংলাদেশ | গাজি টিভি |
ভারত, নেপাল, মালদ্বীপ, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান | স্টার স্পোর্টস, ডিডি ন্যাশনাল (ডিডি ১), ডিডি স্পোর্টস |
যুক্তরাজ্য | স্কাই স্পোর্টস ক্রিকেট |
অস্ট্রেলিয়া | ফক্স স্পোর্টস |
দক্ষিণ আফ্রিকা | সুপার স্পোর্টস |
ক্যানাডা | এটিএন ক্রিকেট প্লাস (এশিয়ান টেলিভিশন নেটওয়ার্ক) |
যুক্তরাষ্ট্র | উইলো টিভি |
মালয়শিয়া | অ্যাস্ট্রো ক্রিকেট এইচডি |
মধ্যপ্রাচ্য | ওএসএন স্পোর্টস ক্রিকেট এইচডি |
সিঙ্গাপুর | স্টার ক্রিকেট |